‘আমরা ভারতে থাকি, এত বাড়াবাড়ি উচিত নয়’, ওয়েব সিরিজে যৌনতা-নগ্নতার বিরুদ্ধে সরব সলমন

বাংলাহান্ট ডেস্ক: মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বিনোদন। বহু যুগ ধরে দর্শক, শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন মাধ্যমে জায়গা করে নিয়েছে সিনেমা, সিরিয়াল, নাটক, মিউজিক ভিডিও, গান আরো কত কিছু। সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদল এসেছে কনটেন্টেও। বেড়েছে মাধ্যম। বিশেষত করোনা কালের পর থেকে OTT প্ল্যাটফর্ম এবং ওয়েব সিরিজের প্রতি দর্শকদের আকর্ষণ বেড়েছে লক্ষণীয় ভাবে। কিন্তু এর কিছু নেতিবাচক দিকও আছে। এ বিষয়ে সম্প্রতি মুখ খুললেন সলমন খান (Salman Khan)।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন সলমন। OTT নিয়ে কথা উঠলে সরাসরি এই মাধ্যমের নেতিবাচক দিকগুলি তুলে ধরেন তিনি। ওয়েব সিরিজগুলিতে নগ্নতা, যৌনতা, আপত্তিজনক দৃশ্যের আধিক্য এবং উত্তাল গালিগালাজ বহুবার বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ সেন্সরের অনুপস্থিতি।

salman khan story 647 061417041226 1512870161 (1)

এদিন ভাইজান বলেন, অশ্লীলতা, নগ্নতা, গালিগালাজ এবার বন্ধ হওয়া উচিত ওয়েব প্ল্যাটফর্মে। তিনি বলেন, এখন মোবাইল ফোনেও দেখা যায় ওয়েব সিরিজ। আর এতে ১৫-১৬ বছরের ছেলে মেয়েদের কাছেও পৌঁছে যাচ্ছে এইসব আপত্তিকর বিষয়বস্তু। নিজের ছোট সন্তান যদি পড়াশোনার অছিলায় এসব দেখে তাহলে ভাল লাগবে? সরাসরি প্রশ্ন করেন সলমন।

তাঁর মতে, বিষয়বস্তু যত স্বচ্ছ হবে, ভাল হবে ততই দর্শক বাড়বে। এজন্য OTT র বিষয়বস্তুর উপরে নজরদারি লাগানো উচিত বলে মনে করেন অভিনেতা। তাঁর কথায়, ‘আপনি পর্দায় সবকিছু করলেন। শয্যাদৃশ্য, চুম্বন, নগ্ন হওয়া, এবার আপনি নিজের বাড়িতে ঢুকছেন আর আপনার নিরাপত্তারক্ষী আপনার কনটেন্ট দেখছে। এটা নিরাপত্তার জন্যও ঠিক নয় আমার মতে। আমাদের করার দরকারও নেই। আমরা ভারতবর্ষে থাকি, একটু আধটু চলে। কিন্তু মাঝে এত বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এখন একটু কমেছে’।

সলমন এও বলেন, তিনি নিজে ১৯৮৯ সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তাঁকে কখনো এসব করতে হয়নি। কিছু কিছু ‘প্রতিভাবান’ অভিনেতা আছেন যারা এসব করতে পারেন। কিন্তু অনেকেই পারেন না, তারা সুযোগও পান না OTT তে। তাদের হয়ে সুর চড়িয়ে সলমন বলেন, টিভি আর সিনেমায় যদি সেন্সর বসতে পারে তবে ওয়েব সিরিজেও হওয়া উচিত।

Niranjana Nag

সম্পর্কিত খবর