বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যতজন তারকার বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো হয়, সেই তালিকায় প্রথম দিকে নাম থাকবে সলমন খানের (Salman Khan)। ভিনধর্মী হলেও প্রতি বছর নিষ্ঠা ভরে গণপতির আরাধনায় যোগ দেন তিনি। যদিও বিগত কয়েক বছর ধরে এই পুজোর দায়িত্ব নিয়েছেন বোন অর্পিতা খান শর্মা। নিজের বাড়িতে তিনি ফি বছর গণেশ পুজো করেন মহা আড়ম্বরে। সমগ্র খান পরিবার অংশ নেয় সেই পুজোয়।
সপরিবারে গণেশ পুজো সলমনের (Salman Khan)
এ বছর তিন প্রজন্মকে একসঙ্গে নিয়ে গণেশ পুজোয় অংশ নেন সলমন (Salman Khan)। পরপর গণপতির সামনে আরতি করতে দেখা গেল সেলিম খান, সলমা খান, সলমন, আরবাজদের। আরতি করলেন অর্পিতা, স্বামী আয়ুষ, আলভিরা, তাঁর স্বামী অতুল অগ্নিহোত্রী সহ সলমনের ভাইপো ভাইঝিরাও।
ভক্তিভরে আরতি করেন অভিনেতা: প্রতি বছর সপরিবারে খান পরিবারের পুজোয় অংশ নেন রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা। এবারও তার অন্যথা হয়নি। দুই পুত্রকে নিয়ে ভক্তিভরে গণপতির আরতি করেন তাঁরাও। তবে এবছর ট্র্যাডিশনাল পোশাক নয়, কালো শার্ট প্যান্টে দেখা গেল সলমনকে (Salman Khan)। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই হয়ে গিয়েছে ভাইরাল।
আরও পড়ুন : শুক্রে ছবি মুক্তি, মুম্বইয়ে গণপতি দর্শনে গিয়ে ভিড়ের মাঝে যা ঘটল… আতঙ্কিত জাহ্নবী
আগে বিসর্জনেও নাচতেন: আগে গণেশ পুজোর বিসর্জনে সলমনের নাচ ছিল বাঁধাধরা। ঢাক ঢোলের তালে আমজনতার মাঝে মিশে গিয়েই নাচে মেতে উঠতেন তিনি। কিন্তু এখন নিরাপত্তার কড়াকড়ি বেড়েছে। লাগাতার প্রাণনাশের হুমকির জন্য সচরাচর সর্বসমক্ষে বেরোন না ভাইজান (Salman Khan)। এদিন তাঁকে পরিবারের সঙ্গে গণেশ পুজোয় অংশ নিতে দেখে তাই খুশি ভক্তরা।
আরও পড়ুন : মার্কিন শুল্কের ধাক্কা, বিপাকে জয়পুরের গয়না শিল্প, মাথায় হাত ব্যবসায়ীদের
বিষ্ণোই গ্যাংয়ের থেকে প্রায়ই প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন। রেহাই পাননি তাঁর বাবা সেলিম খানও। নিরাপত্তা অনেকটাই বেড়েছে অভিনেতার। তবে এর মধ্যেও নিজের ছবি এবং বিগ বসের শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।