বাংলাহান্ট ডেস্ক: নিজের ছবির গানে নিজেকে ‘সলমন কা ফ্যান’ বলে দাবি করেছিলেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। ইন্ডাস্ট্রির দুই অভিনেতার মধ্যে এক সময় দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের সম্পর্ক বিগড়ায় যখন অর্জুন সলমনেরই (Salman Khan) ভাইয়ের প্রাক্তন স্ত্রী মালাইকার সঙ্গে প্রেম করতে শুরু করেন। পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছিল যে সলমনকে এড়ানোর জন্য কপিল শর্মার শো তে ছবির প্রচার করতেও আসেননি অর্জুন।
অনেকেই এটা জানেন না যে, মালাইকার আগে সলমনের বোন অর্পিতা খানের সঙ্গে প্রেম করতেন অর্জুন। সেই সম্পর্ক কেটে যেতে সোজা ভাইজানের বৌদির দিকে হাত বাড়ান তিনি। বলা বাহুল্য, সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল সলমনের। শেষে কীভাবে শাস্তি দিয়েছিলেন তিনি অর্জুনকে?
এই ঘটনা ২০১৯ সালের। তখন নিজের ছবি ‘পানিপথ’ এর প্রচার করছিলেন অর্জুন। সব জায়গায় গিয়ে প্রচার করলেও জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য কপিল শর্মা শো’তে যাওয়া হয়নি তাঁর। আর সেটা সলমনের জন্যই। কপিলের শো তে অর্জুনের আসাটা রুখে দিয়েছিলেন সলমনই।
জানিয়ে রাখি, সলমন খান হলেন দ্য কপিল শর্মা শোয়ের প্রযোজক। শোতে কারা অতিথি হয়ে আসবেন আর কারা আসবেন না সেটা ঠিক করেন ভাইজানই। তাই বিশ্বাসঘাতক অর্জুনের কেরিয়ার নষ্ট করার এই সুবর্ণ সুযোগটা ছাড়তে চাননি তিনি। মালাইকার সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ শোয়ের অতিথি তালিকা থেকে অর্জুনের নামটা কেটে বাদ দিয়ে দিয়েছিলেন সলমন। ফলতঃ ছবির প্রচার করার একটা বড় মঞ্চ থেকে বঞ্চিত হয়েছিলেন অর্জুন।
যদিও বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে। কপিলের শো তে অর্জুনের না আসতে পারার জন্য অনেকে সলমনকে দায়ী করলেও একাংশ মনে করেন, অর্জুন নিজেই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। সলমনের সঙ্গে মোলাকাতের অস্বস্তিটা এড়ানোর জন্যই নাকি কপিলের শো তে যাননি তিনি।