বাচ্চা চাই, কিন্তু তাদের মাকে চাই না! ৫৭ তে এসে বাবা হওয়ার শখ সলমনের

   

বাংলাহান্ট ডেস্ক: বড়দের কাছে সলমন খান (Salman Khan) নামটা বিভিন্ন কারণে বিতর্কিত হলেও ছোটদের কাছে ভাইজান বেশ জনপ্রিয়। চুলবুল পাণ্ডের সোয়্যাগ থেকে টাইগারের অ্যাকশন, ছোটদের মনে ভালোই জায়গা করে নিয়েছেন সলমন। আর অভিনেতা নিজেও যে বাচ্চাদের বেশ ভালবাসেন তার প্রমাণ বারবার মিলেছে। এমনকি ভাগ্নী আয়াতের সঙ্গে নিজের জন্মদিনও শেয়ার করেন সলমন।

বাচ্চাদের সঙ্গ ভালবাসলেও সলমনের জীবনে তাদের বড়ই অভাব। হ্যাঁ, ভাই বোনদের ছেলেমেয়েদের সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব হলেও নিজের সংসার আর হয়নি তাঁর। আর এই ৫৭ বছর বয়সে এসে আর নতুন করে সংসার পাতানোর কথা চিন্তা ভাবনাও করেন না সলমন। যদিও বাবা হওয়ার ইচ্ছা এখনো রয়ে গিয়েছে তাঁর মনে।

Salman khan

 

এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমি সন্তান চাই। কিন্তু সন্তানের সঙ্গে তাদের মা আসবে। আমি মাকে চাই না। কিন্তু তাদের তো চাই। তবে আমার কাছে অনেকে আছে যারা ওদের দেখভাল করতে পারবে। হয়তো আমি সবার জন্য একটা মাঝামাঝি উপায় বের করতে পারব’।

উল্লেখ্য, এখনো পর্যন্ত ব্যাচেলর জীবন কাটিয়ে একের পর এক প্রেম করে চলেছেন সলমন খান। নিজের থেকে বয়সে বড়, ছোট, বিদেশি অভিনেত্রী কোনো কিছুতেই না নেই তাঁর। তবে এক নারীতে বেশিদিন মন টেকে না ভাইজানের।

২৭ ডিসেম্বর ৫৭ তে পা দিলেন সলমন। বোন অর্পিতা খানের বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন তিনি। বলিউডের একাধিক জনপ্রিয় তারকা এসেছিলেন পার্টিতে। এসেছিলেন শাহরুখ খানও। টাইগারের ৫৭ তম জন্মদিন আক্ষরিক অর্থেই ছিল তারকাখচিত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর