বাংলাহান্ট ডেস্ক: এর আগেই জানা গিয়েছিল ২৫ হাজার দৈনিক মজুরির শ্রমিকদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউড (Bollywood) অভিনেতা সলমন খান (Salman khan)। এবার শোনা গেল আরও ২৩ হাজার শ্রমিকের পারিশ্রমিক দিতে শুরু করেছেন অভিনেতা। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৩ হাজার দৈনিক মজুরির শ্রমিকের পারিশ্রমিকের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
ওই ২৩ হাজার শ্রমিকের নামের তালিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সলমনের কাছে। শ্রমিকদের মাসিক ৩ হাজার টাকা পারিশ্রমিকের বন্দোবস্ত করেছেন সলমন। এমনকি এই কাজের জন্য ওই শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্যও পৌঁছে গিয়েছে অভিনেতার কাছে। পারিশ্রমিকের টাকা নিয়ে যাতে কোনও কারচুপি না হয়, সেই জন্যই এই ব্যবস্থা করেছেন অভিনেতা। যতদিন লকডাউন চলবে ততদিন এই কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সলমন।
প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি।তা সত্ত্বেও দিন দিন দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জি জানিয়েছেন দেশবাসীর কাছে এগিয়ে আসার জন্য, করোনার সঙ্গে মোকাবিলায় যথাসাধ্য অর্থসাহায্য করার জন্য।
সেই আর্জি শুনেই এগিয়ে এসেছেন বহু তারকা। এর আগে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজির দৈনিক কর্মচারীর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সলমন। এই কর্মচারীদের মধ্যে রয়েছে টেকনিশিয়ানস, জুনিয়র আর্টিস্ট সহ আরও অনেকেই। তারা যাতে দৈনিক অর্থসাহায্য পান তার জন্য তাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও জেনে নিয়েছে সলমনের সংস্থা। জানা গিয়েছে, যশ রাজ ফিল্মসের তরফেও ৩ হাজার দৈনিক মজুরির শ্রমিককে ৫ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হচ্ছে।