বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় এবার ভাইজান ম্যাজিক। দীর্ঘ প্রতীক্ষার পর শহরে এসেছেন সলমন খান (Salman Khan)। সেই ১৩ বছর আগে কলকাতায় পা পড়েছিল অভিনেতার। তারপর আবার এলেন আজ ১৩ মে। অবশ্য গতকাল মধ্যরাতেই কলকাতার মাটি ছুঁয়েছে সলমন খানের বিমান। আজ শনিবার সন্ধ্যায় শহর মাতাবেন সলমন অ্যান্ড কোং। তার আগে বড় কাজটা সেরে ফেললেন ভাইজান। দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে সলমনের। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল হাওয়ায়। অবশেষে বৃহস্পতিবার রাতে টুইট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করতে ‘দিদি’র সঙ্গে দেখা করতে যাবেন ভাইজান।
শনিবার বিকেল চারটে কুড়ি নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছান সলমন। কালো জিন্স, হালকা নীল রঙা শার্ট এবং চোখে রোদচশমা, এমনি ক্যাজুয়াল অবতারে দেখা মেলে ভাইজানের। সলমনকে উত্তরীয় পরিয়ে বরণ করেন মুখ্যমন্ত্রী। হাসিমুখে হাত জোড় করে প্রণাম করে উপস্থিত জনতা এবং মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে হাত নাড়েন সলমন।
ভাইজানের কলকাতায় আগমন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর। পুলিশে পুলিশে ছয়লাপ ইস্টবেঙ্গল তাঁবু প্রাঙ্গণ। সলমনের জন্য মানুষের ঢল নামতে পারে, এই সম্ভাবনা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়ানো হয়েছিল নিরাপত্তা।
এমনিতে খুনের হুমকি পাওয়া ইস্তক নিরাপত্তা ব্যবস্থা আরো বেড়েছে সলমনের। তিনি নিজে উদ্যোগ নিয়ে আত্মরক্ষার বন্দোবস্ত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পেয়েছেন Y+ ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা। প্রাণের ভয় থাকায় এতদিন পিছিয়ে গিয়েছিল সলমনের শো। অবশেষে শনিবার সন্ধ্যায় কলকাতাবাসী দেখবে ভাইজানের জলবা।