আবারো এল হুমকি চিঠি, প্রাণ সংশয় বলিউডের দাবাং খান সলমনের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মুম্বইয়ে তারকাদের পরিস্থিতি ক্রমশই সঙ্গীন হয়ে উঠছে‌। প্রাণ সংশয়ের সম্ভাবনা দেখা দিয়েছে অভিনেতা সলমন খানের (Salman Khan)। ইতিমধ‍্যেই অভিনেতার বাবা সেলিম খান পেয়েছেন হুমকি চিঠি। সেখানে নাম ছিল সলমনেরও। দুজনেরই অবস্থা পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো করে দেওয়া হবে বলে হুমকি এসেছিল।

মাস ঘুরতে না ঘুরতেই আবারো এল চিঠি। এবার সলমনের আইনজীবী হস্তিমল সারস্বতের নামে। পুলিসের কাছে তিনি অভিযোগ করেছেন, আদালতে তাঁর চেম্বারের বাইরে হুমকি চিঠিটি পেয়েছেন তিনি। হিন্দিতে মাত্র কয়েকটি লাইন লেখা ছিল সেখানে। চিঠির বয়ান সেলিম ও সলমনের পাওয়া চিঠির মতোই।


অভিনেতার আইনজীবী সংবাদ মাধ‍্যমকে জানান, চিঠিতে হিন্দিতে লেখা ছিল, ‘মুসেওয়ালার মতো করে দেব!’ সংক্ষেপে L.B এবং G.B লেখা ছিল চিঠিতে। উল্লেখ‍্য, এই আইনজীবীই যোধপুর হাইকোর্টে সলমনের কৃষ্ণসার হরিণ মামলাটি দেখছেন।

গত ৫ জুন হুমকি চিঠি দেওয়া হয়েছিল সলমন ও সেলিম খানকে। চিঠিটি খুঁজে পেয়েছিলেন অভিনেতার বাবা সেলিম খানই। তারপরেই জানা যায়, সলমনকে মারার জন‍্য নাকি শার্প শুটারও পাঠানো হয়েছিল।

পুলিসের অনুমান, এই সব কিছুর মূলেই রয়েছেন কুখ‍্যাত গ‍্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যদিও হুমকি চিঠি পাঠানোর কথা অস্বীকার করেছেন বিষ্ণোই, তবুও সন্দেহ তাঁর উপর থেকে সরছে না। এর মাঝেই মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি করেছে, সলমনের কাছ থেকে টাকা আদায় করার লক্ষ‍্যেই নাকি হুমকি চিঠি পাঠিয়েছিলেন বিষ্ণোই।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, সলমনের মতো একজন হেভিওয়েট অভিনেতার থেকে তোলা তুলে নিজেদের ক্ষমতা জাহির করতে চাইছিল বিষ্ণোই গ‍্যাং। অভিনেতা এবং ব‍ড় ব‍্যবসায়ীদের থেকে টাকা আদায় করার লক্ষ‍্যেই হুমকি চিঠি পাঠানো হয়েছিল বলে খবর।

সম্পর্কিত খবর

X