হাতে রড, মাথায় ঝাঁকড়া চুল! আগুন লাগিয়ে দিচ্ছেন ভাইজান, উত্তেজিত সলমন-ভক্তরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’ (Kabhi Eid Kabhi Diwali)। সাম্প্রতিক সময়ে ছবিটি নিয়ে নিত‍্য নতুন তথ‍্য প্রকাশ‍্যে আসছে। যা জানা যাচ্ছে, একাধিক তারকা দিয়ে কাস্ট সাজাতে চলেছেন ভাইজান। এবার ছবিতে নিজের প্রথম লুক প্রকাশ‍্যে আনলেন অভিনেতা।

কালো টিশার্টের উপরে চাপানো ডেনিম জ‍্যাকেট। চোখে সানগ্লাস, মাথায় ঝঁকড়া চুল আর হাতে একটি মোটা লোহার রড। এই লুকেই ধরা দিয়েছেন সল্লু মিঞা। না, কোন ছবির দৃশ‍্য এটি তা খোলসা করেননি তিনি। তবে নেটিজেনরা দুয়ে দুয়ে চার করে নিয়েছেন ইতিমধ‍্যেই। এটা কভি ইদ কভি দিওয়ালি না হয়ে যায় না।


অ্যাকশন ঘরানার সিনেমা কম করেননি সলমন। তবে এমন বড় চুলের লুকে সাম্প্রতিক কালে কোনো ছবিতেই দেখা যায়নি তাঁকে। সলমন অনুরাগীরা উচ্ছ্বসিত ভাইজানকে নতুন রূপে দেখে। আগুন আর হৃদয়ের ইমোজিতে কার্যত উপচে পড়ছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, সলমন ভাই আগুন লাগিয়ে দিয়েছেন! আবার কারোর দাবি, ভাইজান নিজে আগুন। তাঁর সামনে সবাই ছাই।

সূত্রের খবর, কভি ইদ কভি দিওয়ালির হাত ধরেই নাকি বলিউডে পা রাখছেন প্রয়াত সিদ্ধার্থের প্রেমিকা। ছবিতে নিজের ভগ্নিপতি আয়ুষ শর্মাকেও সুযোগ দিয়েছেন সলমন। তাঁর বিপরীতেই নাকি দেখা যাবে শেহনাজকে। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় ক‍রবেন শেহনাজ।

https://www.instagram.com/p/Cdhta_YonIV/?igshid=YmMyMTA2M2Y=

এছাড়াও জনপ্রিয় নৃত‍্যশিল্পী তথা সঞ্চালক রাঘব জুয়ালকেও নাকি দেখা যাবে কভি ইদ কভি দিওয়ালিতে। যদিও ছবি নির্মাতাদের তরফে এই খবরে শিলমোহর পড়েনি এখনো। সলমনের নায়িকা হচ্ছে পূজা হেগড়ে। এখনো পর্যন্ত ছবির মুক্তির তারিখ প্রকাশ‍্যে আসেনি।

প্রসঙ্গত, ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছাড়াও টাইগার থ্রি, কিক ২ ছবিদুটি রয়েছে সলমনের ঝুলিতে। এছাড়াও ‘গডফাদার’ ছবির মাধ‍্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফর শুরু করছেন ভাইজান। এই ছবিতে সুপারস্টার চিরঞ্জিবীর বিপরীতে অভিনয় করবেন সলমন।

X