জ্যাকি শ্রফের স্ত্রীর সঙ্গে প্রথম বিজ্ঞাপন, ফাঁস হল সলমানের পুরনো ভিডিও!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ তিনি সকলের কাছে পরিচিত বলিউড (Bollywood) ভাইজান হিসেবেই। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তাঁর লক্ষ লক্ষ ভক্ত। তবে কেরিয়ারের শুরুটা মোটেই ভালো ছিলনা সলমান খানের (Salman Khan)। একটা সময় তাঁকে কাজ করতে হয়েছে পার্শ্ব চরিত্রেও। এমনকি বিজ্ঞাপনেও দেখা গেছে জনপ্রিয় এই তারকাকে।

কেরিয়ারের শুরুটা বিজ্ঞাপনের হাত ধরেই করেছিলেন ভাইজান। চম্পা কোলা নামক একটি সফট ড্রিঙ্ক কোম্পানির হয়ে প্রথমবার ক্যামেরার সামনে ধরা দিয়েছেন সলমান খান। যদিও বর্তমানে বলি দুনিয়ার সুপারস্টার তিনি। ৫৭ বছর বয়সে এসেও উপচে পড়ছে তাঁর যৌবন।

Salman Khan

আজ থেকে প্রায় ৪০ বছর আগের কথা। চম্পা কোলা নামক কোম্পানির হয়ে বিজ্ঞাপনে মুখ দেখিয়ে ছিলেন সলমান। তাঁর বিপরীতে ছিলেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ। এছাড়াও আরতি গুপ্তা, ভেনেসা ভাজ, সুনীল নিশ্চল, প্রমুখকে দেখা গেছে সেই বিজ্ঞাপনে। সম্প্রতি সেই বিজ্ঞাপনের ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Salman Khan

তবে কিভাবে এই বিজ্ঞাপনের কাজ পেয়েছিলেন সলমান?

২০১৯ সালে এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন বলিউড ভাইজান। তিনি বলেন, ‘আমি একদিন সাঁতার কাটছিলাম। ঠিক তখনই আমার পাশ দিয়ে দিয়ে হেটে যাচ্ছিলেন একজন মহিলা। আমি তাঁকে ইমপ্রেস করার জন্য জলে ঝাঁপ দি। যদিও জল থেকে উঠে আর তাঁকে দেখতে পাইনি। এরপরের দিনেই আমি কাজের জন্য ফোন পাই। সুযোগ পাই চম্পা কোলার বিজ্ঞাপনে কাজ করার’।

 

View this post on Instagram

 

A post shared by Bollywoodirect (@bollywoodirect)

সালটা ১৯৮৮। অভিনয় জগতে প্রথমবার পা রেখেছিলেন সলমান খান। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে কাজ করার পরেই বদলে যায় তাঁর ভাগ্য। এখনও স্বমহিমায় তিনি টিকে আছেন বলিউডে। দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক হিট ছবি।

X