বাংলা হান্ট ডেস্কঃ সল্টলেকের (Salt Lake) নিউ ব্রিজ এলাকায় বুধবার সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নিলো এলাকা। চলন্ত গাড়িতে আগুন, বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু, আর তারপরই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ল স্থানীয়রা। শেষমেষ পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় যে, কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে।
চার চাকা গাড়িতে আগুন, সেখান থেকে শুরু বিক্ষোভ (Salt Lake)
সূত্রের খবর বুধবার সন্ধ্যার সল্টলেকের (Salt Lake) নিউ ব্রিজ এলাকায় হঠাৎ একটি চার চাকা গাড়িতে আগুন লাগে। তখন রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন রাহুল মণ্ডল। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা ও পেশায় ফুড ডেলিভারি বয়। হঠাৎ পিছন থেকে ধাক্কা মারে আগুন লাগা গাড়িটি, গাড়ি ও রেলিংয়ের মাঝে আটকে যান রাহুল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তাঁর বাইকে। গুরুতরভাবে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার পর স্থানীয়রা অভিযোগ তোলেন, পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে উদাসীন, বরং জরিমানা তোলাতেই ব্যস্ত। তাঁদের দাবি, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও দ্রুত ব্যবস্থা নেয়নি, বরং মোবাইলে ভিডিও তুলছিল। ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীরা ব্রিজের একদিক থেকে অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন। পাল্টা পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় উদ্ধারকার্যে বিঘ্ন ঘটে। বিধাননগরের ডেপুটি কমিশনার অনীশ সরকার জানান, প্রথমে পুলিশ ও দমকল কিছু মানুষকে উদ্ধার করলেও পাথর ছোড়ার কারণে বাকি কাজ আটকে যায় এবং পরে এক ব্যক্তির মৃত্যু হয়।
এছাড়াও এদিন সকালে আলাদা একটি দুর্ঘটনায় বাসন্তী হাইওয়েতে বেপরোয়া মিনিডোরের ধাক্কায় মৃত্যু হয় স্কুটার আরোহী এক মহিলার, আহত হন আরও দুইজন।
আরও পড়ুনঃ ভোটের আগেই SIR কেন? বাংলায় শুরু করার আগে শীর্ষ আদালতের কাছে সময় চাইল রাজ্য
সল্টলেকের (Salt Lake) ঘটনাটি ফের প্রশ্ন তুলল শহরের রাস্তায় নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে। পরপর দুটি দুর্ঘটনায় প্রাণহানি ঘটায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে স্থানীয়রা।