বউবাজারের পর  সন্দেহের বশে সল্টলেকে পিটিয়ে খুন যবক! থমথমে গোটা এলাকা

বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে গণপিটুনির অভিযোগ। বিশেষ করে উত্তর ২৪ পরগনা সংলগ্ন বারাসাত এলাকায় শিশু চোর সন্দেহে বিগত কয়েক দিনে ব্যাপক গণপ্রহারের শিকার হয়েছেন পথ চলতি বেশ কিছু মানুষ। এরই মধ্যে খাস কলকাতার বউবাজার এলাকায় ঘটে গিয়েছে আরো এক গণপিটুনির জেরে মৃত্যুর ঘটনা।

তবে শিশু চোর সন্দেহ নয় এক্ষেত্রে সন্দেহ করা হয় মোবাইল চুরি নিয়ে। আর শুধুমাত্র সন্দেহের বশেই সেই ব্যক্তিকে প্রায় ১৫ জন যুবক মিলে এমন বেধড়ক মারধর করে যার যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় সেই যুবকের।  তবে কলকাতার বউবাজারের পর এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে সল্টলেকে।

একইভাবে শুধুমাত্র মোবাইল চুরির সন্দেহে গণপিটুনিতে মর্মান্তিক মৃত্যুর ঘটনা উঠে আসছে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইট থেকে। সন্দেহের বশবর্তী হয়ে বিনা দোষে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ওই এলাকায়। এই ঘটনার জেরে ব্যাপক  চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: ধমকে চমকে জমি দখল! এবার মমতার নির্দেশেই গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি, তোলপাড় রাজ্য

জানা যায় গিয়েছে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের নাম প্রসেন মন্ডল। তার বয়স মাত্র ২২ বছর।  ইতিমধ্যেই তাকে পিটিয়ে খুন করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় এদিন সকাল ৬ টা নাগাদ প্রসেন পোলানাইট স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু আচমকাই মোবাইল চুরির সন্দেহে জোর করে তাকে স্বাস্থ্যকেন্দ্রের পাশের গলিতে নিয়ে যাওয়া হয়।

Piolice

এরপর সেখানে তাকে বেধরক মারধর করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী  এক বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর