পাকিস্তানে গিয়ে “বাড়ির অনুভূতি”! রাহুল গান্ধীর ঘনিষ্ঠ স্যাম পিত্রোদার মন্তব্যে হইচই, কী জানাল বিজেপি?

Published on:

Published on:

Sam Pitroda comments on Pakistan spark controversy.

বাংলা হান্ট ডেস্ক: বিহারে নির্বাচনের ঠিক আগে, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা (Sam Pitroda) এমন একটি মন্তব্য করেছেন যেটি ইতিমধ্যেই বিতর্কের উদ্রেক করেছে। তিনি বলেছেন যে, পাকিস্তান তাঁর কাছে নিজের বাড়ির মতো মনে হয়। শুধু তাই নয়, রাহুল গান্ধীর (Rahul Gandhi) ঘনিষ্ঠ সহযোগী, স্যাম পিত্রোদা, পাকিস্তানের সঙ্গে আলোচনার পক্ষে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের বিদেশ নীতিকে মূলত প্রতিবেশীদের ওপর কেন্দ্রীভূত করার আহ্বান জানান। এই কংগ্রেস নেতা বলেন যে পাকিস্তান সফরে গিয়ে তিনি নিজের বাড়িতে থাকার অনুভূতি পেয়েছেন। এদিকে, পিত্রোদার এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের দিকে আক্রমণ শানাচ্ছে বিজেপি।

কী জানিয়েছেন স্যাম পিত্রোদা (Sam Pitroda):

মূলত, কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা (Sam Pitroda) বলেছেন, “আমার মতে, আমাদের বিদেশ নীতি প্রথমে আমাদের প্রতিবেশীর উপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত। আমরা কি সত্যিই আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারি? … আমি পাকিস্তানে গিয়েছি, আর আমি তোমাকে বলতে চাই, সেখানে আমার নিজের মতো অনুভব হয়েছে। আমি বাংলাদেশে গেছি, নেপালে গেছি, আর আমার নিজের মতো অনুভব হয়েছে। আমার মনে হয় না যে আমি বিদেশে আছি।”

বিজেপি জানিয়েছে কড়া প্রতিক্রিয়া: ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদার পাকিস্তান সম্পর্কে বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি জানিয়েছেন, “রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এবং কংগ্রেসের বিদেশ বিষয়ক প্রধান, স্যাম পিত্রোদা বলেছেন যে তিনি পাকিস্তানে “ঘরে থাকার মতো অনুভূতি” অনুভব করেছিলেন। ২৬/১১-এর পরেও ইউপিএ পাকিস্তানের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেয়নি, এতে অবাক হওয়ার কিছু নেই। পাকিস্তান প্রীতি কংগ্রেসের পছন্দের।”

আরও পড়ুন: করমর্দন বিতর্কে সব সীমা ছাড়াল পাকিস্তান! নিজেই করল নিয়ম লঙ্ঘন, এবার অ্যাকশনে ICC

বিহারে নির্বাচনের আগেই এহেন প্রতিক্রিয়া: মূলত, স্যাম পিত্রোদা (Sam Pitroda) এমন এক সময়ে এই বিবৃতি দিয়েছেন যখন কংগ্রেস বিহার নির্বাচনে নিজেদের জমি শক্ত করতে চাইছে। এদিকে, বিজেপি বিহার নির্বাচনে এই বিবৃতিকে একটি প্রধান ইস্যু করে তুলতে পারে। যেটি প্রদীপ ভান্ডারীর প্রতিক্রিয়ায় এটি স্পষ্ট।

আরও পড়ুন: বল হাতে ১ ওভারে ৫ টি ছয়ের ধাক্কা! ম্যাচ শেষেই বাবার মৃত্যুর খবর, অভিশপ্ত দিনের সম্মুখীন ২২ বছরের স্পিনার

গান্ধী পরিবারের ট্রাস্টি: জানিয়ে রাখি যে, স্যাম পিত্রোদাকে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। তিনি ১৯৮০-র দশকে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ একজন টেকনোক্র্যাট হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গান্ধী পরিবারের একজন বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন। ফেব্রুয়ারির শুরুতে, যখন চিনের সঙ্গে সম্পর্ক তখনও উত্তেজনাপূর্ণ ছিল, তখন তিনি এই বলে আলোড়ন সৃষ্টি করেছিলেন যে ভারত চিনের হুমকিকে অতিরঞ্জিত করে।