অক্ষয়ের একদিনের শুটিংয়ের টাকায় একটা গোটা ছবি উতরে দেন সামান্থা, ‘খিলাড়ি’কে ধুয়ে দিলেন নায়িকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কফি উইথ করনে ডেবিউ করেছেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। বলিউডে আগেই পা রেখেছিলেন। ‘দ‍্য ফ‍্যামিলি ম‍্যান ২’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। কফি উইথ করনের পর্বেও কার্যত ঝড় তুললেন স‍্যাম। দর্শকদের দাবি, সামান্থা আর অক্ষয় কুমারের (Akshay Kumar) পর্বটাই সবথেকে বেশি বিনোদনের যোগান দিয়েছিল।

বলিউড বনাম দক্ষিণ বিতর্ক, নিজের ব‍্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিচ্ছেদ পরবর্তী গুজব সবকিছু নিয়েই খুল্লমখুল্লা কথা বলেছেন অভিনেত্রী। তাঁর ব‍্যক্তিত্বে মুগ্ধ অনুরাগীরা। এমনকি অক্ষয় কুমারকে পর্যন্ত ট্রোল করতে ছাড়েননি সামান্থা।


অক্ষয় জানান, ‘জানি দুশমন’ ছবিতে সাত সাতজঞ নায়কের সঙ্গে স্ক্রিন ভাগ করলেও ওই ছবিই তাঁকে বলিউডে একটা পরিচয় দিয়েছিল। সকলেই জানেন, আজ অক্ষয় কুমার বলিউডের অন‍্যতম বড় নাম হলেও এক সময় তিনি বহিরাগত ছিলেন। গডফাদার ছাড়াই নিজের জায়গা বানিয়েছেন ইন্ডাস্ট্রিতে।

শুরু করেছিলেন মাসে ৫০০০ টাকা পারিশ্রমিক দিয়ে। এক সময়ে এক বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থা তাঁকে কাজের প্রস্তাব দিয়েছিল। বদলে মাত্র ২ ঘন্টার জন‍্য ২১ হাজার টাকা পেয়েছিলেন অক্ষয়। অন‍্যদিকে সামান্থা জানান, তাঁর বাবা বলে দিয়েছিলেন যে তাঁর লোন তিনি মেটাতে পারবেন না। তখনি নিজের কেরিয়ারে মন দেন স‍্যাম। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি পা রাখেন তখনি।

এমনকি সামান্থা মজা করে অক্ষয়কে বলেন, অভিনেতা এক দিনের শুটিংয়ের জন‍্য যে অঙ্কের টাকা নেন, সেটা তাঁর ক্ষেত্রে সমগ্র ছবির পারিশ্রমিক। সামান্থা আগেই দাবি করেছিলেন, র‍্যাপিড ফায়ার রাউন্ড তিনি জিতুন বা না জিতুন, গিফট হ‍্যাম্পারটা তাঁর চাই। অক্ষয় কুমার অবশ‍্য জিতলেও হ‍্যাম্পারটা স‍্যামকেই দিয়ে দেন।


প্রসঙ্গত, আগামীতে রক্ষাবন্ধন, রামসেতু, ক‍্যাপসুল গিল ছবিতে দেখা যাবে অক্ষয়কে। অন‍্যদিকে সূত্রের খবর মানলে, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড প্রোজেক্ট ‘সিটাডেল’ এর ভারতীয় সংষ্করণে অভিনয় করবেন সামান্থা এবং বরুণ ধাওয়ান। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাস থেকেই শুটিং শুরু যাওয়ার কথা।

সম্পর্কিত খবর

X