ক্লাস টু-তে প্রথম অভিনয়, পালিয়ে বিয়ে করে অভিনয় ছাড়তে হয়েছিল সমতাকে

বাংলাহান্ট ডেস্ক: নতুন যে সমস্ত বাংলা সিরিয়াল শুরু হয়েছে তার মধ‍্যে অন‍্যতম জি বাংলার ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ (Bodhisattwor Bodhbuddhi)। মুখ‍্য চরিত্রে শিশুশিল্পীকে নিয়ে সম্প্রতি শুরু হয়েছে সিরিয়ালটি। কম সময়েই ভাল টিআরপিও তুলে ফেলেছে বোধিসত্ত্ব। এই সিরিয়ালেই অভিনয় করেন সমতা দাস (Samata Das)। ছোট্ট বোধির ঝগড়ুটে কাকিমার চরিত্রে অভিনয় করছেন তিনি।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সমতা। অনেক কম বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। সমতা যখন মাত্র দ্বিতীয় শ্রেণিতে তখন থেকেই অভিনয় শুরু করেন তিনি। ‘জন্মভূমি’ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন সমতা। অত‍্যন্ত জনপ্রিয় হয়েছিল সিরিয়ালটি।

Samata
তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি সমতাকে। ‘এক আকাশের নীচে’ সিরিয়ালেও তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তবে প্রভূত জনপ্রিয়তা পেলেও হঠাৎ করেই ছোটপর্দা থেকে হারিয়ে যান সমতা। তিনি নিজেই পরে জানিয়েছিলেন, সে সময়ে বিয়ে করে নিয়েছিলেন তিনি। তাই কিছু সময়ের জন‍্য অভিনয়কে বিদায় জানাতে হয়েছিল তাঁকে।

সমতা জানান, উচ্চমাধ‍্যমিক দেওয়ার পরেই পালিয়ে বিয়ে করে নিয়েছিলেন তিনি। তাঁর পরিবার একটু রক্ষণশীল ধ‍রণের। অত কম বয়সে মেয়ে প্রেম করবে সেটা মানতে পারবেন না বলে জানানওনি বাড়িতে। মেয়ের এই কাণ্ডে খুব আঘাত পেয়েছিলেন তাঁর বাবা মা। অত কম বয়সে ভাল কেরিয়ার ছেড়ে বিয়ে করে নেওয়ার জন‍্য নিন্দাও কম শুনতে হয়নি সমতাকে। এমনকি অনেকে এও বলেছিলেন বিয়ে হওয়া মানে সমতার অভিনয় কেরিয়ার শেষ হয়ে যাবে।

কিন্তু হার মানেননি তিনি। বিয়ের পর সংসার সামলে সেটে ফিরেছিলেন সমতা। নতুন করে করুণাময়ী রাণী রাসমণি, গৌরী এলো আর এখন বোধিসত্ত্বর বোধবুদ্ধি তে তাঁকে পেয়ে উচ্ছ্বসিত দর্শক। কিন্তু আগের সমতা আর এখনকার সমতার মধ‍্যে অনেক পার্থক‍্য।

সমতাকে এখন মা, কাকিমা, শাশুড়ির চরিত্রেই বেশি দেখা যায়। তিনি বলেন, নায়িকা হওয়ার বয়স ১৫ থেকে ২৫ এর মধ‍্যে। সে সময়টা অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। তবে মা কাকিমার চরিত্র পেলেও খুব একটা আফশোস নেই সমতার। নিজের অভিনয় প্রতিভা দেখাতে পারলেই খুশি তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর