‘দি দি ছি ছি’-মমতাকে পাল্টা দিলেন সম্বিত পাত্র

বাংলা হান্ট ডেস্ক : একের পর এক কটাক্ষের বানে জর্জরিত করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যেভাবে দেশ জুড়ে বিতর্ক ও বিক্ষোভ চলছে তা নিযে যেমন দেশে উত্তেজনার শেষ নেই। এরই মধ্যে রাজ্যে প্রতিবাদের আগুন ক্রমশই উস্কে উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তিনদিন ধরেশহর কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ পদযাত্রা থেকে শুরু করে প্রতিবাদ সভা চলেছে।

আজ অর্থাত্ মঙ্গলবারও পদযাত্রার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে মুখ্যমন্ত্রীর পার্ক সার্কাসের ময়দান থেকে কা কা ছি ছি মন্তব্য ঘিরে ট্রোল শুরু করেছে বিজেপি। প্রথমে তো বাবুল সুপ্রিয়, তার সঙ্গে এবার তাল মিলিয়েছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। মুখ্যমন্ত্রীর প্রতিবাদ সভা থেকে কা কা ছি ছি স্লোগানকে পাল্টা দিয়ে সম্বিত পাত্র ট্যুইটারে লেখেন, ‘দি দি ছি ছি/ হা হা হি হি।’

উল্লেখ্য,  মুখ্যমন্ত্রীর কা কা ছি ছি স্লোগানকে হাতিয়ার করে আবারও দিদিকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করল না। তবে বান মারতে গিয়ে যে বুমেরাং হয়ে যাবে তা বোধহয় মোদী মন্ত্রীসভার সদস্য বুঝতেও পারেননি।তাই তো মমতাকে ট্রোলড করতে গিয়ে ভয়ানক ট্রোলের শিকার হলেন বাবুল।sambit

সম্প্রতি ট্যইটারে মোদী ও শাহ সহ একাধিক হেভিওয়েট ব্যাক্তিত্বদের নাম ট্যাগ করে লেখেন, “একবার দেখুন তো! আমরা কি এতই দীর্ণ হয়ে পড়েছি যে ‘ইনি’ আমাদের মুখ্যমন্ত্রী? কথায় কথায় রবীদ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণের নামোচ্চারণ করা এই ‘মাননীয়া মনীষী মমতাদিদিমনি’ কি আমাদের প্রাপ্য?”প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন নিযে য়েভাবে রাজ্য জুড়ে শুধুই প্রতিবাদের ঝড় উঠেছে

তার ওপরে মুখ্যমন্ত্রীর বিরোধিতা, এবং পদযাত্রা, ও মিছিল এবং প্রতিবাদ সভা সব মিলিয়ে একপ্রকার নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে ধুন্ধমার পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার পার্ক সার্কাসের ময়দান থেকে আইনের প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী কা কা ছি ছি স্লোগান তুলেছিলেন। তারসঙ্গে সায় দিয়েছিলেন বিশিষ্ট কবির।


সম্পর্কিত খবর