কৃষক আন্দোলন নিয়ে ভারতের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে তা এখন কারোর থেকে গোপন নেই। মার্কিন পপ স্টার রিহানা থেকে শুরু করে প্রাক্তন পর্ন স্টার মিয়া খলিফা টুইট করে কৃষক আন্দোলনের সমর্থনে নেমে পড়েছেন। এর আগে দিল্লি বর্ডারে কৃষক আন্দোলনের স্থানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া নিয়ে টুইট করেন রিহানা। এই সংক্রান্ত একটি খবরের আর্টিকেল রিটুইট করে তিনি লেখেন, ‘এই বিষয়ে আমরা কথা বলছি না কেন?’
রিহানার এই টুইট ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। টুইটারেও ট্রেন্ড করতে থাকেন তিনি। তবে মার্কিন গায়িকাকে সপাটে উত্তর দিতে দেরি করেননি কঙ্গনা। তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, ‘কেউ এই বিষয়ে কথা বলছে না কারণ ওরা কৃষক নয়, সন্ত্রাসবাদী যারা ভারতকে ভাগ করতে চায়। যাতে চিন আমাদের দুর্বল ভগ্ন দেশকে অধিকার করে আমেরিকার মতো চিনা কলোনি বানাতে পারে। বোকার মতো কথা না বলে বসে থাকো। তোমাদের মতো আমরা আমাদের দেশকে বেচব না।’
সোশ্যাল মিডিয়াতেও রিহানাকে নিয়ে বেশ ট্রোল শুরু করেছে ভারতীয়রা। এসবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রবক্তা সম্বিত পাত্রের এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে সম্বিত পাত্রকে বলতে দেখা যাচ্ছে- রাহুল গান্ধীর বদলে রিহানাকে কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী করুন।
राहुल_हटाओ_रिहाना_लाओ pic.twitter.com/JWakGBew2m
— Sambit Patra (@sambitswaraj) February 3, 2021
আসলে এক টিভি ডিবিটে কংগ্রেসের প্রবক্তা রিহানার সমর্থনে মুখ খোলেন। এর উপর পাল্টা জবাব দিতে গিয়ে সম্বিত পাত্র বলেন, তাহলে রাহুলকে হটিয়ে রিহানাকে আনুন। সম্বিত পাত্র স্লোগানের সুরে বলেন- “রাহুল হাটাও রিহানা লাও।” পাত্র বলেন, আমি বলবো কংগ্রেস পার্টির PM ক্যান্ডিডেট হিসেবে রিহানাকে নিয়ে আসুন। জানিয়ে দি কংগ্রেস প্রবক্তা রিহানার টুইটকে রিটুইট করেছিলেন। একই সাথে রিহানার সমর্থনে কথা বলতে গিয়ে কংগ্রেস প্রবক্তা রিহানার ফলোয়ার সংখ্যাকেও টেনে আনেন।