করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিশ্বজুড়ে বন্ধ ছিল সমস্ত ধরনের খেলাধুলা। প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ক্রিকেট। ফের কবে ভারতবর্ষে ক্রিকেট ফিরবে এই ব্যাপার এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কেউই বলতে পারছেন না। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার পর এবার করোনা উদ্বেগের মধ্যেই ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। কয়েকদিন ধরে ফিটনেস চর্চা করে নিজের শরীরকে পুরোপুরি ভাবে তৈরি করে এবার সরাসরি নেটে সময় মহিমায় বোলিং করতে দেখা গেল মহম্মদ সামিকে।
লকডাউন এর কারণে এই মুহূর্তে বাড়ির বাইরে গিয়ে অনুশীলন করতে পারছেন না ক্রিকেটাররা। আর সেই কারনেই মহম্মদ সামি উত্তরপ্রদেশে নিজের বাড়ির ফার্ম হাউসেই নিজের ভাইদের সাথে বোলিং প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। আর নিজের বোলিং প্র্যাকটিসের সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে জানিয়েছেন সামি। সেই সাথে সামি লিখেছেন, “নিজের বাড়ির ফার্ম হাউসে কোয়ালিটি বোলিং প্র্যাকটিস সেশন। সব ভাইরা মিলে একসাথে।”
লকডাউন এর কারণে দীর্ঘদিন ক্রিকেট মাঠ থেকে দূরে থাকা সত্ত্বেও সামির বোলিংয়ে এতটুকু মরচে পড়ে নি। দীর্ঘদিন পর বোলিং করতে নেমে সেই পুরনো সামিকেই দেখা গেল। সামির বোলিংয়ে রয়েছে সেই চেনা গতি এবং সুইংয়ের মিশ্রণ। এর থেকেই বোঝা গেল যে লকডাউনের কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে গেলও সামি রয়েছেন সামির জায়গাতেই।