বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে ভয়ঙ্কর বন্যা ও ধসের মধ্যে ফের রাজনৈতিক তাপমাত্রা চরমে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার পর রাজ্যজুড়ে তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। সোমবার নাগরাকাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। নাক-মুখ ফেটে যায় খগেনের, তাঁকে নিয়ে যেতে হয় হাসপাতালে। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
“পাতাল থেকে টেনে বের করব” বিস্ফোরক শমীক (Samik Bhattacharya)
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাগরাকাটার ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেন, খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, প্রশাসনিক ব্যর্থতাও স্পষ্ট। তিনি আরও বলেন, “কেউ যদি মনে করে থাকে কোনও সাংসদকে আক্রমণ করে, রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে দিয়ে বিজেপিকে ভয় দেখানো যাবে, তাহলে ভুল করছেন। যাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁরা পাতালেও যদি ঢুকে থাকেন, আমাদের সরকার তাঁদের টেনে বের করবে।”
এদিন খানিকটা চ্যালেঞ্জের সুরে শমীকের ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “যাঁরা আজ নানা বিবৃতি দিচ্ছেন, তাঁরাও মনে রাখুন দিন সবার জন্য একরকম থাকে না। আমরা কোনও ধরনের হিংসায় বিশ্বাস করি না, কিন্তু অপরাধীদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না।”
‘তৃণমূল মেড বন্যা’! মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ রাজ্য সভাপতির
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র তুলে ধরে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “জলপাইগুড়িতে ১ হাজারের বেশি বাড়ি ভেঙে গিয়েছে। কোচবিহারের মানুষও মনে করতে পারছেন না তাঁদের এলাকায় শেষ কবে এত জল দেখেছেন। মুখ্যমন্ত্রী বলছেন এটা ম্যান মেড বন্যা। আমি বলব, এটা তৃণমূল মেড বন্যা!”
শমীকের (Samik Bhattacharya) দাবি, বিজেপির বিধায়করা বারবার উত্তরবঙ্গের সেচ ও জলনিকাশি ব্যবস্থার উন্নতির দাবি তুললেও সরকার কোনও পদক্ষেপ নেয়নি। এই প্রসঙ্গে শমীক বলেন, “আমাদের মনোজ ওরাও, দীপক বর্মণ বিধানসভায় বাঁধ সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা তুলেছিলেন , সেচ ব্যবস্থায় পরিবর্তন দরকারের কথাও জানানো হয়েছিল। কিন্তু এই সরকার খেলা-মেলা-মোচ্ছবের সরকার, এই সরকার কার্নিভালের সরকার, এই সরকার ফেসিয়ালের সরকার! কোনও মৌলিক পরিবর্তন আনতে পারেনি।”
আরও পড়ুনঃ “এই মমতা এগারোর আগের মমতা নেই” উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে গিয়ে ঠিক কি বললেন শুভেন্দু?
খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তের দাবি তুলেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। শমীকের বক্তব্য, “এই ঘটনা পরিকল্পিত হামলা। আমরা এনআইএ তদন্ত চাই, যাতে সত্যিটা প্রকাশ্যে আসে।” রাজনৈতিক মহল মনে করছে, এই ঘটনায় উত্তরবঙ্গের বন্যা পরবর্তী ত্রাণ রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠবে। প্রসঙ্গত, খগেনের রক্তাক্ত মুখ এখন রাজনীতির প্রতীক হয়ে উঠেছে।