বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের প্রাক্কালে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা নতুন নয়। তবে বুধবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই সাংবাদিক বৈঠকে তাঁর করা একাধিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
শমীকের (Samik Bhattacharya) মন্তব্যে বাড়ল জল্পনা
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) জানান, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরও এক দফা বৈঠক হবে। এই মন্তব্যের পরই সাংবাদিকদের তরফে প্রশ্ন ওঠে, তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবছে বিজেপি?
সরাসরি উত্তর এড়ালেও ইঙ্গিত স্পষ্ট
এই প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) সরাসরি কোনও ঘোষণা না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, বিরোধী দলনেতা সকাল থেকে রাত পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই করছেন, আদালতে যাচ্ছেন। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ হিসেবে শুভেন্দু অধিকারী পরিচিত। পুলিশ তাঁকে ভালভাবেই চেনে এবং তিনিও পুলিশকে চেনেন। সেই কারণেই তিনি ওই মন্তব্য করেছেন বলে ব্যাখ্যা দেন শমীক।
একই সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি (Samik Bhattacharya) স্পষ্ট করে দেন, বিজেপি কোনও ব্যক্তি-কেন্দ্রিক দল নয়। মুখ বা ‘মুখোশের রাজনীতি’-তে বিজেপি বিশ্বাস করে না। তাঁর কথায়, দলের সব সিদ্ধান্তই নেওয়া হয় পারফরম্যান্সের ভিত্তিতে।
এদিন দুপুরে শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়েই শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) জানান, আগামী বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সঙ্গে একটি সমন্বয় বৈঠক হবে। সেই বৈঠকে একজন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, জুন মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন, ফলপ্রকাশ ও শপথগ্রহণ সম্পন্ন হয়ে নতুন সরকার গঠনের কথা।
পরে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ করা হচ্ছে কি না এই প্রশ্নে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) কৌশলী অবস্থান নেন। তিনি ফের জানান, বিজেপি সাধারণত মুখকেন্দ্রিক রাজনীতি করে না। তবে আগামী বছর যে নতুন রাজ্য মন্ত্রিসভা গঠিত হবে, সেখানে বর্তমান বিরোধী দলনেতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবেই, তা নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুনঃ SSC-তে বয়স ছাড়ে বড় মোড়! হাইকোর্টের নির্দেশে সাময়িক ব্রেক সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করেই নির্বাচনে লড়েছে। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও একই কৌশল নিয়েছিল দল। সেই প্রেক্ষাপটে শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা ও আলোড়ন সৃষ্টি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।












