ক্লাবকে বাঁচাতে শমীক ভট্টাচার্যের দ্বারস্থ মহমেডান সমর্থকরা, কি বললেন কর্তৃপক্ষ?

Published on:

Published on:

Samik Bhattacharya Meets Mohammedan Supporters Amid Club Crisis

বাংলা হান্ট ডেস্কঃ চরম আর্থিক সংকটে পড়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। বিনিয়োগকারীর অভাবে সাদা-কালো দলটি নাভিশ্বাসে। ক্লাবের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কয়েকদিন আগে মহমেডান ক্লাবের কর্তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। তবে সেই পদক্ষেপ এখনও কার্যকর হয়নি। সোমবার মহমেডান ক্লাবের সমর্থকরা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) সাক্ষাৎ করেন এবং তাঁকে একটি আবেদনপত্র প্রদান করেন। আবেদনপত্রে তাঁরা ক্লাবকে আর্থিক সংকট থেকে মুক্ত করার জন্য শমীক ভট্টাচার্যের হস্তক্ষেপ কামনা করেছেন।

কী জানিয়েছেন শমীক (Samik Bhattacharya)?

সূত্রের খবর, আর্থিক সমস্যার সমাধান হলে মহমেডান আবার আইএসএল খেলতে পারবে। তবে জানা গিয়েছে সমর্থকদের আবেদন গ্রহণ করলেও শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

মহমেডান স্পোর্টিংয়ের এক কর্তা মহম্মদ কামারউদ্দিন বলেন, “সমর্থকরা কে কোথায় যাচ্ছেন, তাঁরা তো ক্লাব চালাচ্ছেন না। ক্লাব চালাচ্ছেন কর্মকর্তারা। সমর্থকরা যেতেই পারেন। তাঁদের অধিকার রয়েছে। যদি মনে করেন আমরা ঠিকমতো কাজ করছি না, তাহলে কেউ আসুক, দেখাক কি করা যায়। আমরা এখনও আশা ছাড়িনি, কথা বলছি। কিছু না হলে এগুলোর কথা ভাবা বা চিন্তা করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আটদিন আগে আমরা ট্রাস্টির কাছে আবেদন দিয়েছিলাম যাতে কমিটিকে ভেঙে দেওয়া হয়। কিন্তু ট্রাস্টি বলল, এখন কিছু করা হবে না। যতক্ষণ না আমরা নিরাশ হচ্ছি, ততক্ষণ কিছু হবে না। আমাদের একটি নিয়ম আছে, বিনিয়োগকারীর সঙ্গে কথা বলার আগে ট্রাস্টির অনুমতি নেওয়া আবশ্যক। না হলে কথা বলা সম্ভব নয়। আমাদের একটি সিস্টেম রয়েছে। ট্রাস্টিকে বলেছি, আপনারাও দেখুন। আমরা কিছু পারছি না।”

Samik Bhattacharya Meets Mohammedan Supporters Amid Club Crisis

আরও পড়ুনঃ শব্দবাজির দৌরাত্ম্য কমেছে, দীপাবলিতে দূষণ নিয়ন্ত্রণে সফল কলকাতা পুলিশ, দাবি মনোজ বর্মার

মহম্মদ কামারউদ্দিন জানিয়েছেন, বর্তমানে একটি বিনিয়োগকারীর সঙ্গে কথাবার্তা চলছে। তবে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) কিছু আশা দিয়েছেন কি না, সেই সংক্রান্ত কোনও কিছু জানায়নি তিনি।