পার্ক সার্কাস স্টেশন কি সত্যিই দখলে? শমীকের প্রশ্নের জবাবে কি বললেন রেলমন্ত্রী?

Published on:

Published on:

Samik Bhattacharya slams Bengal Govt over Park Circus station encroachment

বাংলা হান্ট ডেস্কঃ পার্ক সার্কাস রেলস্টেশন জুড়ে হকারদের দখলদারি, যাত্রীদের চলাচলের জায়গা কমে আসা, এমনকি রমরমিয়ে চলছে অসামাজিক কাজ,এই অভিযোগ নিয়ে সংসদে সরব হলেন বাংলার রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এদিন তিনি জানতে চান, রেলস্টেশনের দখলদারদের সরাতে সরকার কোন পদক্ষেপ নিয়েছে কিনা?

এই প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেন, ভারতীয় রেল একাধিকবার চেষ্টা করেছে দখলদারদের উচ্ছেদ করতে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত সহায়তা না পাওয়ায় সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।

দখলদারদের সরাতে বাধা কোথায়? প্রশ্ন শমীকের (Samik Bhattacharya)

এদিন শমীকের (Samik Bhattacharya) বলেন, পার্ক সার্কাস স্টেশনে যেভাবে হকার এবং দখলদাররা ছড়িয়ে পড়েছে, তাতে যাত্রীদের সমস্যা হচ্ছে। রেল স্টেশনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি সরকার জানে কি না এবং জানলে তারা কী করেছে এই নিয়ে বিস্তারিত জানতে চেয়ে প্রশ্ন তোলেন শমীক (Samik Bhattacharya)।

এর জবাবে রেলমন্ত্রী (Ashwini Vaishnaw) লিখিত দিয়ে জানান, এই সমস্যা সম্পর্কে রেল সচেতন এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টাও হয়েছে। কিন্তু, দখলদার উচ্ছেদে রাজ্যের সহযোগিতা না থাকায় রেল একা কিছু করতে পারেনি। তবে যাত্রী নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে রেল নিজেদের দিক থেকে চেষ্টা চালাচ্ছে বলেও জানান রেলমন্ত্রী। তিনি বলেন, স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছে, লাগানো হয়েছে সিসিটিভি। স্টেশন পরিষ্কার রাখতে নিয়মিত উদ্যোগও নেওয়া হচ্ছে।

Samik Bhattacharya slams Bengal Govt over Park Circus station encroachment

আরও পড়ুনঃ এক মঞ্চে শোনা যাবে মুখ্যমন্ত্রীর লেখা ৩২টি গান! নতুন বছরে আয়োজিত হতে চলেছে বিশেষ কনসার্ট

রাজ্যকে কাঠগড়ায় তুলল বিজেপি

রেলমন্ত্রীর বক্তব্য সামনে আসতেই রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। তাদের প্রশ্ন, শহরের এমন গুরুত্বপূর্ণ রেলস্টেশন হকারদের দখলে চলে গেলে যাত্রীদের সুরক্ষা কোথায়? বিজেপির অভিযোগ, রেল চেষ্টা করলেও রাজ্য সরকার কোনও সহযোগিতা করছে না। তাদের সাফ কথা, “আর কতদিন একা রেলকে লড়তে হবে?”