দীর্ঘদিন ধরে ক্রিকেটার মোহাম্মদ সামি এবং তার স্ত্রী হাসিন জাহান এর মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই সম্পর্ক এখন আদালত পর্যন্ত চলে গিয়েছে। সামির স্ত্রী হাসিন জাহান সামির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনেন। আর তার ওপর ভিত্তি করে আলিপুর আদালত স্বামীকে 15 দিনের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে।
আর এই সকল উত্তেজনার মধ্যে শনিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান রাজ্য বিজেপির সদর দপ্তরে গিয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় সঙ্গে দেখা করলেন। হাসিন জাহান এবং লকেট চট্টোপাধ্যায় এর মধ্যে প্রায় 40 মিনিট ধরে একটি বৈঠক হয়। আর তারপর বৈঠক শেষে 8 টা 10 মিনিট নাগাদ হাসিন জাহান রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে বেরিয়ে যান।
রাজ্য দপ্তর থেকে বেরিয়ে গিয়ে হাসিন জাহান এবং লকেট চট্টোপাধ্যায় একই গাড়ি করে অন্য গন্তব্যে রওনা দেন। আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিন জাহান জানান যে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সাথে উনার দীর্ঘ দিনের পরিচয় রয়েছে তাই সৌজন্য সাক্ষাতের বিনিময়ে তিনি লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে রাজ্য দফতরে যান। সেই সাথে লকেট চট্টোপাধ্যায় সাথে একটি যৌথ কাজ করা কথাও জানান হাসিন জাহান।
এছাড়াও হাসিন জাহান কে সামির ব্যাপারে প্রশ্ন করা হলে উনি সেই প্রশ্ন পুরোপুরি ভাবে এড়িয়ে যান। সেই সাথে উনি যতই বলুক না কেন যে ব্যক্তিগত কারনের জন্য তিনি আসেননি আসলে তিনি যে কি জন্য সেখানে গিয়েছিলেন সেটা বুঝতে আর কারো অসুবিধা হয়নি। অনেকে মনে করছেন নিজেদের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্যই হাসিন হয়তো রাজনৈতিক সাহায্যের জন্য এসেছিলেন।
অপরদিকে যখন চারিদিকে দলবদলে রমরমা চলছে সেই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সদর দফতরে সামি স্বামী পত্নি হাসিন জাহানের উপস্থিতি বিজেপি যোগদানের জল্পনাকেই উস্কে দিচ্ছেন।