একেবারে বাবার মুখ বসানো, ক‍্যামেরার দিকে তাকিয়ে ‘বাই বাই’ করল রাজ-শিল্পার ছোট্ট মেয়ে সমিশা

বাংলাহান্ট ডেস্ক: একটু দেরি হলেও তারকা সন্তানদের তালিকায় নিজের জায়গা বানাতে শুরু করেছে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির (Shilpa Shetty) ছোট্ট মেয়ে সমিশা শেট্টি কুন্দ্রা (Samisha Shetty Kundra)। মূলত পর্নোগ্রাফি কাণ্ডে রাজের গ্রেফতার হওয়ার পরেই লাইমলাইটে উঠে আসে তাঁর দুই সন্তান। একেবারে বাবার মতো দেখতে হওয়ায় ট্রোলের শিকার হয়েছিল একরত্তি সমিশাও। তবে অচিরেই তার মিষ্টি আধো আধো কথা মন জয় করে নেয় নেটনাগরিকদের।

সবে মাত্র দু বছর বয়স সমিশার। ধীরে ধীরে মায়ের হাত ধরে ক‍্যামেরার সামনে আসা শুরু করেছে সে। পাপারাৎজির সঙ্গে কিন্তু ইতিমধ‍্যেই ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে সমিশার। ক‍্যামেরা দেখলেই উৎসুক চোখে তাকায় সে। সম্প্রতি একটি ভিডিওতে পাপারাৎজিকে ‘বাই বাই’ করতেও দেখা গিয়েছে খুদেকে।

1023354 shilpa
ভিডিওতে দেখা যাচ্ছে, মায়ের হাত ধরে গাড়ি থেকে নেমেই পাপারাৎজির দিকে হাত নাড়িয়ে ‘বাই বাই’ বলছে সমিশা। নীল সাদা ফ্রক পরে ছোট্ট ছোট্ট দুটো ঝুঁটি বেঁধে মায়ের হাত ধরে হাঁটছে মিষ্টি সমিশা। পাপারাৎজিও পালটা ‘বাই বাই’ বলে খুদেকে।

কিছুদিন আগে বাড়ির বাগানে পড়ে থাকা এক আহত পাখির জন‍্য প্রার্থনা করতে দেখা গিয়েছিল শিল্পা ও ছোট্ট সমিশাকে। আহত পাখিটিকে দেখে মাকে সমিশা জানায় তার ‘বুবু’ হয়েছে অর্থাৎ পাখিটির আঘাত লেগেছে। শিল্পা মেয়েকে বলেন, পাখির দ্রুত আরোগ‍্য কামনা করে প্রার্থনা করতে। তারপরেই মায়ের সঙ্গে বসে গায়ত্রী মন্ত্র জপতে দেখা যায় ছোট্ট সমিশাকে।

https://www.instagram.com/tv/CacUvw5qDKw/?utm_medium=copy_link

ক‍্যাপশনে শিল্পা লিখেছেন, ‘শিশুদের সত‍্যিই সবথেকে পবিত্র হৃদয় থাকে। সমিশা যে এখনো দু বছরেরও হয়নি, সহমর্মিতা বোঝে আর জানে যে কখন কার প্রার্থনা ও নিঃস্বার্থ ভালবাসা চাই। প্রার্থনা ও বিশ্বাসের শক্তিতেই জগৎ চলছে। আমরা বড়রা যদি সেটা বেশি করে মনে রাখতাম।’

২০২০ র ২১ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে জন্ম হয় শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার কন্যা সমিশা শেট্টি কুন্দ্রার। ২১ বছর বয়সেই ভাবনাটা মাথায় এসেছিল তাঁর। কিন্তু সেই সময় শখ পূরণ করার কোনও উপায় ছিল না তাঁর কাছে। তাই বিয়ের পর গত ৫ বছর পরে সেই ইচ্ছাটাই ফের মাথাচাড়া দিয়ে ওঠে তাঁর। তাঁদের পরিবারে আসে সমিশা।

Niranjana Nag

সম্পর্কিত খবর