৮৬ হাজারের Samsung Galaxy S22 মিলছে মাত্র ১৪ হাজারে! ধামাকা অফার দিল Flipkart

   

বাংলাহান্ট ডেস্ক : বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হয়ে গেছে ফ্লিপকার্টে। ফ্লিপকার্টের এই সেলে দুর্দান্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বিভিন্ন স্মার্টফোন। অসংখ্য স্মার্টফোনের মধ্যে একটি ফোন এখন সবার আগ্রহের বিষয়বস্তু। এই ফোনটি ফ্লিপকার্টে ১৫ হাজার টাকারও কমে কিনতে পারবেন। Samsung Galaxy S22 5G স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৮৫,৯৯৯ টাকা।

কিন্তু বিগ বিলিয়ন ডেজ সেলে এই ফোনটি আপনারা ৩৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন। এছাড়াও ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে ব্যাংকের অফারে। এগুলি ছাড়াও রয়েছে এক্সচেঞ্জের অফার। আপনি যদি আপনার পুরনো ফোনটি ফ্লিপকার্টে এক্সচেঞ্জ করেন তাহলে পেয়ে যেতে পারেন ২৪,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস।

আরোও পড়ুন : পাত্তা পাবে না SBI, HDFC! ফিক্সড ডিপোজিটে ‘রেকর্ড সুদ’ দিচ্ছে এই ব্যাঙ্ক

যদিও পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে এক্সচেঞ্জ বোনাসের ভ্যালু। সর্বোচ্চ এক্সচেঞ্জ বোনাস যুক্ত করলে এই ফোনটির দাম পড়বে মাত্র ১৩,৮৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এর Samsung Galaxy S22 5G সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ৬২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ৬.১ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ।

41d5butypvl. ac uf894,1000 ql80 fmwebp

এটি ওয়াটার প্রুফ ফোন। স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যেটি দুর্দান্ত ছবি ক্যাপচার করে। ৫০ এমপি মূল ক্যামেরা, ১২ এমপি এবং ১০ এমপির আরও দুটি ক্যামেরা রয়েছে এই ফোনে। ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেলফি ও ভিডিও কলিং এর জন্য। ৩৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর