বাংলাহান্ট ডেস্কঃ ভারত সহ বিশ্বের বাজারে মোবাইল নির্মাতাদের মধ্যে একটি প্রথম সারির নির্মাতা স্যামসাং (Samsung)। সম্প্রতি তারা ঘোষনা করেছে আগামীকাল ২৯ জানুয়ারি ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A51 নামের তাদের নতুন মডেলটি। এর আগে ভিয়েতনামে গ্যালাক্সি এ৫১ ও গ্যালাক্সি এ৭১ লঞ্চ করেছিল Samsung।
স্যামসাং (Samsung) তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে কিছুদিন আগেই Galaxy A51 সম্মন্ধীয় একটি ১০ সেকেণ্ডের ভিডীও পোষ্ট করেছি;ল । জানা যাচ্ছে ঐ দিন চমক হিসাবে Galaxy A71 কেও লঞ্চ করা হতে পারে। জানা যাচ্ছে Galaxy A51 ও Galaxy A71 ফোন দুটির দাম যথাক্রমে ২৩ হাজার ও ৩০ হাজার ভারতীয় টাকার কাছাকাছি থাকবে। ফোনে থাকছে Infinity-o ডিসপ্লে ।
Awesome’s just about here. 2 days to go! #GalaxyA coming soon. #AwesomeIsForEveryone
Get notified: https://t.co/Nhb31XQrfw pic.twitter.com/hOq95lBTaF— Samsung India (@SamsungIndia) January 27, 2020
গ্যালাক্সি এ৫১ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লে, রেজুলেশন ২০৪০×১০৮০ পিক্সেল। এক্সিনস ৯৬১১ ৬৪-বিট অক্টা কোর প্রসেসর, ৪ জিবি /৬ জিবি/ ৮ জিবি র্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি স্টোরেজ । চারটি ক্যামেরা , প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ও সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪,০০০ এমএএইচ এর ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
গ্যালাক্সি এ৭১ ন ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর, ৬ জিবি/ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। চারটি ক্যামেরা ।প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ও সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪,০০০ এমএএইচ এর ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।