লোকাল ট্রেনে করে অফিসে যাতায়াত, ছেড়েছেন আমিষ খাবার! লন্ডনে কেমন আছেন সৌরভ কন্যা?

বাংলাহান্ট ডেস্ক : বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার। ছোটবেলায় বেহালার বীরেন রায় রোডের যৌথ পরিবারে বড় হয়ে ওঠা। মা’ও বিখ্যাত নৃত্যশিল্পী। কিন্তু তারকা খচিত আবেগে ভেসে যাননি সানা। চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের পরিচিতি তৈরি করার। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা সানা গঙ্গোপাধ্যায় বর্তমানে কর্মসূত্রে থাকেন লন্ডনে।

সেখানে তিলে তিলে তৈরি করছেন নিজেকে। তবে বেশ কয়েক বছর পর নববর্ষে সানা ফিরেছেন বেহালার বাড়িতে। এই কয়েকটা দিন চুটিয়ে মজা করছেন পরিবারের সাথে। উচ্চশিক্ষা শেষ করে লন্ডনে চাকরি করছেন সানা। বাংলার বুকে তাকে সবাই এক নামে জানে। তবে লন্ডনে চিত্রটা কিছুটা হলেও আলাদা। সেখানে কেমন করে দিন কাটাচ্ছেন সৌরভ কন্যা? সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সেই কথাই জানালেন ডোনা।

আরোও পড়ুন : প্রচুর কর্মসংস্থানের সুযোগ, WBPSC-র মাধ্যমে বিরাট নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার

একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে ডোনা বলেছেন, ‘সানা লন্ডনের অ্যাপার্টমেন্টেই থাকে এখন। সেখান থেকে ওর অফিসের দূরত্ব ঘণ্টাখানেকের। টিউব নয়, সানা লোকাল ট্রেনে করেই যায়। ওর বাবা চেয়েছিল, সানা গাড়ি করেই যাতায়াত করুক। কিন্তু আমি তা চাইনি। আমি চেয়েছিলাম সানা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করুক। সানা তাই ট্রেনে করে অফিস যাতায়াত করে।’

Sana Ganguly will get a salary of several lakhs

 

শুধু চাকরি নয়, কাজ থেকে বাড়ি ফিরে সাধারণ মেয়েদের মতো নিজের হাতে করেন রান্না। এই ব্যাপারে সানার মা জানালেন, ‘সানা এখন প্রায় নিরামিষ খাবারই খায়। বন্ধুদের সঙ্গে একসঙ্গে রান্না করে.. তারা প্রায় সবাই নিরামিষাশী। ফলে সানাও আর মাছ-মাংস খেতে চায় না। আমাদের বাড়িতে একটা বিশেষ মেনু হয়। ঘি-ভাত। জিনিসটা আসলে সবজি দিয়ে, ঘি দিয়ে তৈরি করা পোলাওয়ের মতোই। সানা ওটা খুব ভালবাসে। ও লন্ডন থেকে ফিরলে বাড়িতে ওটা রান্না হবেই।’

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর