‘বাধ‍্য হয়ে গাঁটছড়া ছেড়েছি’, সিরিয়াল থেকে বেরিয়ে আসার আসল কারণ জানালেন সঞ্চারী

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা সেরা সিরিয়ালটি (Serial) কোনটি? অনেকেই বিভিন্ন চ‍্যানেলের বিভিন্ন সিরিয়ালের নাম করবেন। কিন্তু টিআরপি তালিকায় নম্বর বলছে, গত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার ‘গাঁটছড়া’ই (Gantchhora) রাজত্ব করছে দর্শকদের মনে। সেই সিরিয়াল ছেড়েই বেরিয়ে এসেছেন অভিনেত্রী সঞ্চারী মণ্ডল (Sanchari Mondal)। কেন এমন সিদ্ধান্ত নিলেন তা সম্প্রতি প্রকাশ‍্যে আনলেন তিনি।

গাঁটছড়ায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল সঞ্চারীকে। কিয়ারার ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। কিন্তু ফেব্রুয়ারির শেষের দিক থেকেই সিরিয়ালে তাঁর দেখা মেলা বন্ধ হয়ে যায়। দর্শকরা চিন্তায় পড়েছিলেন। কিন্তু তখন কোনো উত্তর দেননি সঞ্চারী।

IMG 20220528 181211
সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে গাঁটছড়া ছাড়ার আসল কারণটা প্রকাশ‍্যে আনেন অভিনেত্রী। তিনি জানান, গত ২৩ ফেব্রুয়ারি শেষ শুটিং করেছেন তিনি গাঁটছড়ার। সিদ্ধান্তটা নিতে তিনি বাধ‍্য হয়েছিলেন বলে জানান সঞ্চারী।

কেন? তার উত্তরও দিয়েছেন তিনি। সরাসরি কোনো মন্তব‍্য বা কারোর বিরুদ্ধে অভিযোগ না আনলেও সঞ্চারী বলেন, তাঁরা অভিনেত্রী ঠিকই। কিন্তু সবকিছু, সব কাজের আগেও তাঁরা মানুষ তো বটে। কোনো কিছু মেনে নিয়েও টিকে থাকাটা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে যারা সেটা পারেন, সঞ্চারী মনে করেন তারা সত‍্যিই প্রতিভাবান।

তবে অভিনেত্রী এও বলেছেন, তাঁদের কাছে প্রতিটা প্রোজেক্টই এক একটা সংসারের মতো। আর প্রতিটা সংসারেই তো ঝামেলা, অশান্তি থাকেই। অনেকে সংসার ছেড়ে বেরিয়েও যান। কিন্তু সংসারের কথা খুবই ব‍্যক্তিগত। সেটা প্রকাশ‍্যে বলার নয়। তাই কেন তিনি গাঁটছড়া ছাড়তে বাধ‍্য হলেন সেই কারণটাও তাঁর মনের মধ‍্যেই থাক।

সঞ্চারী আশ্বাস দিয়েছেন, যদি দর্শকদের মনে তিনি আঘাত দিয়ে থাকেন তার জন‍্য তিনি ক্ষমাপ্রার্থী। তবে খুব শীঘ্রই এমন কোনো চরিত্র নিয়ে ফিরবেন যেখানে তিনি সম্মান ও আনন্দ দুটোই পাবেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর