ইস্টবেঙ্গলকে কাঁচকলা দেখিয়ে সুনীল ছেত্রীদের দলে যোগ দিলেন সন্দেশ ঝিঙ্গান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: স্প্যানিশ কোচ জুয়ান ফার্নান্দোর স্টাইলে তিনি খাপ খাওয়াতে পারছিলেন না। আন্তনিও লোপেজ হাবাসের কোচিংয়ে যে সন্দেশ ঝিঙ্গানকে তিরির সাথে জুটি বেঁধে দুর্ভেদ্য হয়ে উঠতে দেখা গেছিল, ক্রোয়েশিয়া থেকে ফেরার পর সেই সন্দেশকেই এটিকে মোহনবাগান জার্সিতে অতটা ছন্দে দেখা যায়নি। ফলস্বরূপ মরশুম শুরু হওয়ার বেশ কিছুটা আগেই এটিকে মোহনবাগান ছেড়েছিলেন ভারতের তারকা ডিফেন্ডার। এখন প্রশ্ন ছিল যে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে।

ইমামি এবং ইস্টবেঙ্গলের চুক্তি হওয়ার আগে থেকেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছিল দেশকে লাল-হলুদ ক্লাবে যোগ দেওয়ার। কিন্তু লাল-হলুদ ম্যানেজমেন্ট তার সামনে যে অফার রেখেছিল তা খুব একটা পছন্দ হয়নি সন্দেশের। একেবারে মানা না করে দিয়ে সিদ্ধান্তে গড়িমসি করছিলেন তিনি। বিদেশের ক্লাবে খেলতে যাওয়ার সম্ভাবনাও উঠে আসছিল সামনে। কিন্তু রবিবার সকালে পরিষ্কার হয়ে গেল তার পরবর্তী গন্তব্যের কথা।

রবিবার সকালে টুইট করে বেঙ্গালুরু এফসি জানিয়ে দিয়েছে যে তারকা ভারতীয় ডিফেন্ডার এই মরশুমে তাদের হয়েই মাঠে নামবে। যদিও কত বছরের চুক্তি হয়েছে সেই সমস্ত বিশদ বর্ণনা এখনো সামনে আনেনি তারা। খুব শীঘ্রই সেই তথ্যও সামনে আসবে। তবে শোনা যাচ্ছে বার্ষিক ৮৩ লাখ টাকার অংকের বিনিময়ে সুনীল ছেত্রীদের ক্লাবে যোগ দিচ্ছেন এই তারকা ডিফেন্ডার।

Screenshot 20220814 124840 Twitter

চলতি মরসুমে আইএসএলের অভিজ্ঞ রয় কৃষ্ণা, প্রবীর দাসের মতো ফুটবলারদের আগেই গড়ে তুলেছিল বেঙ্গালুরু। এখন সন্দেশ যোগ দেওয়ায় তাদের শক্তি অনেকটাই বেড়ে গেল। সামনে রয়েছে ডুরান্ড কাপ। একুশে আগস্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে তারা ডুরান্ড কাপ এর অভিযান শুরু করবে। তার আগে এই খবরে আনন্দিত বেঙ্গালুরুর ভক্তরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর