বাংলা হান্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে আরও অস্বস্তি বাড়ছে সন্দেশখালির (Sandeshkhali) ‘স্বঘোষিত’ বাঘের। প্রথমে পুলিশ, তারপর সিবিআই হয়ে বর্তমানে ইডি (ED) হেফাজতে সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান (Seikh Shahjahan)। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সম্প্রতি বাজেয়াপ্ত হয়েছে শাহজাহানের দুটি অ্যাকাউন্ট। এরই মাঝে ‘গৃহহীন’ ‘বাদশার’ পরিবার।
সন্দেশখালি মামলায় চলছে তদন্ত। আর এই তদন্তের স্বার্থে সড়বেড়িয়ার আকুঞ্জিপাড়াতে থাকা শাহজাহানের বিলাসবহুল বাড়ি সিল করে রেখেছে কেন্দ্রীয় সংস্থা ইডি (Enforcement Directorates)। বাড়ি আটকে চলছে তদন্ত। ভেতরে ঢোকার অনুমতি নেই শাহজাহান পরিবারের কোনো সদস্যেরই। তাই এবার নিজেদের বাড়ি ফিরে পেতে আদালতের দ্বারস্থ শেখ শাহজাহান।
শাহজাহানের এই বাড়ি বাজেয়াপ্ত করেনি ইডি। সিল করে রাখা হয়েছে। ওদিকে এর জেরে মহা বিপাকে পড়েছে শাহজাহানের পরিবার। বাড়ি সিল থাকায় ভিতরে ঢুকতে পারছেন না পরিবারের কেউ। এই পরিস্থিতিতে মাথায় ওপর ছাদ ফিরে পেতে মরিয়া হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শাহজাহান।
শাহজাহানের আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, শাহজাহানের পরিবারকে ইডির কাছে প্রয়োজনীয় নথি দেখাতে হবে। নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তারাই শাহজাহানের শেখের পরিবারের সদস্য। যদি তা করা হয় তাহলেই আপাতত থাকার অনুমতি মিলবে।
আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ নিয়ে বিরাট রায় হাইকোর্টের! বাম আমলের এই ৪০০ জন পাচ্ছেন চাকরি, তালিকায় কারা?
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের এই বাড়িতে গিয়েই হামলার শিকার হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার পর টানা দুমাসের টানটান উত্তেজনা। ইডি পেটানোর ঘটনার ৫৫ দিন পর অবশেষে গত ফেব্রুয়ারী মাসে পুলিশের জালে ধরা পড়ে সন্দেশখালির বাঘ। বর্তমানে জমি সংক্রান্ত মামলার অভিযোগে ইডি হেফাজতে রয়েছেন তিনি। তবে তার বাড়ির লোকেদের আপাতত মাথা গোঁজার কোনো ঠাঁই নেই।