তৃণমূল নয়, কার চাপে গ্রেফতার হয়েছে শাহজাহান? ভরা সভায় দাঁড়িয়ে যা বললেন মোদী…, তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার আরামবাগের সভা থেকে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে একহাত নেন তিনি। বিজেপির চাপেই শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) গ্রেফতারি হয়েছে বলে দাবি করেন। পাশাপাশি সন্দেশখালির মা-বোনেদের সম্ভ্রম রক্ষার্থে বিজেপি (BJP) যে লড়াই করেছে তার তারিফও শোনা যায় মোদীর মুখে।

লোকসভা নির্বাচনের আগে বাংলায় এসে নারী শক্তি কল্যাণে রাজা রামমোহন রায়ের অবদান নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ রাজা রামমোহন রায়ের। সেখানেই দাঁড়িয়েই এদিন প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস (TMC) মুখেই শুধু মা-মাটি-মানুষের কথা শোনা যায়। সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তাতে সম্পূর্ণ দেশ শিহরিত। নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ‘সন্দেশখালির ঘটনা দেখে রাজা রামমোহন রায়ের আত্মাও হয়তো আজ কাঁদছে’।

আরামবাগের সভায় দাঁড়িয়ে মোদী বলেন, দুঃসাহসের সকল সীমা অতিক্রম করে ফেলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সন্দেশখালির (Sandeshkhali) মা-বোনেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চেয়ে ছিলেন। কিন্তু রাজ্য সরকার সাহায্যের হাত না বাড়িয়ে, নিজেদের নেতাকে বাঁচানোর জন্য সর্বশক্তি লাগিয়ে দিল!

এরপর মঞ্চে উপস্থিত বিজেপি নেতাদের দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনারা সকলে মা-বোনেদের সম্মান রক্ষার্থে দিন রাত লড়াই করেছেন, লাঠির আঘাত খেয়েছেন। প্রচুর সমস্যার সম্মুখীনও হতে হয়েছে। বিজেপির চাপে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করেছে বাংলার পুলিশ। সাধারণ মানুষের দাবির সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছে তাঁরা।

narendra modi on sheikh shahjahan arrest

আরও পড়ুনঃ ‘অত্যাচার চলছে…, সামনে বেরিয়ে আসুক’, এতদিন পর কার ওপর বিস্ফোরক নিয়োগ দুর্নীতির মানিক?

প্রায় ৫৬ দিন ধরে ফেরার থাকার পর বৃহস্পতিবার মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের রাজত্বে তৃণমূলের নেতা প্রায় ২ মাস ধরে ফেরার! কেউ না কেউ তো তাঁকে সাহায্য করছিল। মোদীর প্রশ্ন, এমন তৃণমূলকে কি ক্ষমা করবেন? মা-বোনেদের সঙ্গে যা করা হয়েছে তার বদলা নেবেন নাকি নেবেন না? সব চোটের জবাব ভোট দিয়ে দেওয়ার কথা বলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর