শাহজাহানের কুকীর্তির সঙ্গী এই ২,৩ মন্ত্রীও! আদালতে বিস্ফোরক দাবি ED-র, ফের জেল হেফাজতের নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সোমবার শাহজাহান সহ ৪ জনকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আলমগীর ও দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা ও শাহজাহানকে আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।

এদিন আদালতে সন্দেশখালি মামলায় বিস্ফোরক দাবি করে ইডি। শাহজাহানের তরফে জামিনের আর্জি করা হলে তার বিরোধিতা করে আদালতে ED-র আইনজীবী জানায়, এই মামলায় রাজ্যের ২-৩জন মন্ত্রী যুক্ত রয়েছেন। শাহজাহান জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারে। যদিও কারও নাম বলেনি ইডি।

আদালতে ইডির আইনজীবী জানান, তদন্তে এই ৪ জনের সঙ্গে ২-৩ জন মন্ত্রী জড়িত রয়েছে বলে তথ্য উঠে এসেছে। জমি দখলের বেআইনি টাকা গিয়েছে মন্ত্রীদের পকেটেও। রাজ্য সরকার তরফে দেওয়া বিভিন্ন টেন্ডার ঘুরপথে শাহজাহানের ও তার সঙ্গীদের কাছে গেছে। এই ভাবেই আর্থিক ফায়দা লুটেছে শাহজাহান ও তার সঙ্গীরা।

ইডির দাবি, পঞ্চায়েত থেকে শুরু করে ফেরি পারাবার সহ রাজ্য সরকারের একাধিক টেন্ডার ঘুরপথে শাহজাহান ও তার অনুগামীদের কাছে গিয়েছে। যা হয়েছে মূলত ২০১৬ এবং ২০২৩ সালে। ওদিকে গত শুক্রবার সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড। CBI-NSG-র যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশে-বিদেশি আগ্নেয়াস্ত্র, (Explosion) বোমা-বিস্ফোরক উদ্ধার হয়।

Sheikh Shahjahan in court

আরও পড়ুন: চরম ফাঁসলেন কালীঘাটের কাকু! প্রেসিডেন্সি জেলে বিরাট কাণ্ড ঘটাচ্ছে CBI, আজই ফাঁস হবে ‘সেই’ নাম?

আদালতে ইডির দাবি, শাহজাহানের স্ত্রী সহ তার আত্মীয়রা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন, সরবেড়িয়ার মল্লিকপুর থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে প্রায় সবগুলোই জমি দখলের বেআইনি টাকায় কেনা হয়েছে। দুই পক্ষের বক্তব্য শুনে শাহজাহান সহ চার জনের ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর