অবশ্যই সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু, তবে…! বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি (Sandeshkhali) যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে যে সব এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে শুধুমাত্র সেখানে যেতে পারেন শুভেন্দু। এদিন সন্দেশখালি যেতে চেয়ে শুভেন্দুর করা মামলার প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানান বিচারপতি কৌশিক চন্দ। পাশাপাশি সন্দেশখালির নির্দিষ্ট কোন জায়গায় শুভেন্দু যেতে চান সেই নিয়েও বিকেল ৩টের মধ্যে তার মত জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

গত বৃহস্পতিবারই সন্দেশখালি ঢুকতে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। ১৪৪ ধারার নিয়ম মেনে মাত্র তিন জন বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালি যেতে চেয়েছিলেন শুভেন্দু। তবে পুলিশ অনুমতি দেয়নি। এর আগে মঙ্গলবারও সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। কিন্তু ২ বারই আটকে দেয় পুলিশ।

   

সেই ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। তার অভিযোগ ছিল, যেখানে আগেই আদালত ১৪৪ ধারা বাতিল করেছে সেখানে তারপরও পুলিশ ১৪৪ ধারা জারি করে তার পথ আটকেছে। তবে তৃণমূল নেতাদের সেখানে অবাধে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

গত শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। সোমবার এই মামলার শুনানিতে সোমবার বিচারপতির পর্যবেক্ষণ যে সব এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে, সেখানে যেতে পারেন বিরোধী দলনেতা। সেক্ষেত্রে তার গতিবিধির ওপর পুলিশ বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে বিধিনিষেধ বৈধতা খতিয়ে দেখবে আদালত।

high court

আরও পড়ুন: ‘টাকা দেওয়া হচ্ছে, বিনিময়ে…’, সন্দেশখালিতে TMC নেত্রীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

এদিন পর্যবেক্ষণে বিচারপতি চন্দ বলেন, যে কোনও ব্যক্তি সন্দেশখালি যেতে পারেন। তাদের পুলিশ – প্রশাসন বাধা দিতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষায় তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। তবে সেই বিধিনিষেধের বৈধতা যাচাই করবে আদালত। এভাবে ব্যক্তিবিশেষকে কাউকে আটকানো বেআইনি বলেও মন্তব্য করেন বিচারপতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর