‘বুঝতেই পারছেন, কারা…’, মেডিক্যাল পরীক্ষা করিয়ে বেরোনোর সময় চিৎকার করে ‘বেফাঁস’ শাহজাহান

বাংলা হান্ট ডেস্কঃ খুন থেকে নারী নির্যাতন, সন্দেশখালির বিতর্কিত তৃণমূল নেতা (বর্তমানে সাসপেন্ডেড) শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক। তবে তাঁরই এবার দাবি, সব অভিযোগ মিথ্যে! তাঁকে ফাঁসানো হয়েছে, মন্তব্য করেন শাহজাহান। বুধবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে একথা বলেন তিনি।

বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল। গাড়িতে ওঠার সময় আচমকাই খানিক চিৎকার করে তিনি বলে ওঠেন, ‘আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার’। এখানেই শেষ নয়! সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে সন্দেশখালির (Sandeshkhali) এই নেতা দাবি করেন, ‘সব মিথ্যে! আমায় ফাঁসানো হয়েছে’।

জানা যাচ্ছে, মেডিক্যাল পরীক্ষার পর যখন ইডি (ED) আধিকারিকরা শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন, সেই সময় আর্থিক লেনদেন সংক্রান্ত প্রশ্নের জবাবেও ‘সব মিথ্যে’ বলে দাবি করেন তিনি। তিনি ষড়যন্ত্রের শিকার এই মন্তব্য করেই অবশ্য থেমে থাকেননি সন্দেশখালির নেতা। তিনি আরও বলেন, ‘বুঝতেই পারছেন এই ষড়যন্ত্র কারা করছেন!’ কাদের দিকে আঙুল শাহজাহানের? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও কারোর নাম নেননি তিনি।

আরও পড়ুনঃ বাড়িতে চলছে নজরদারি! মমতার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে হাইকোর্টে অর্জুন সিং

প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরেই উঠে আসে শাহজাহানের নাম। এই কাণ্ডের তদন্তে গত ৫ জানুয়ারি তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন ইডি আধিকারিকরা। তবে তল্লাশি চালানো তো দূর, উল্টে মার খেয়ে ফিরতে হয় তাঁদের। এই ঘটনার পর প্রায় মাস দুয়েক ফেরার থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন সন্দেশখালির এই নেতা।

sheikh shahjahan claims he is a victim of political conspiracy

এরপর সিবিআই এবং ইডি গ্রেফতার করে শাহজাহানকে। ইডি সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁর একাধিক দুর্নীতির সন্ধান মিলেছে। এর মধ্যে অন্যতম হল মাছের ব্যবসার আড়ালে চলতে থাকা আর্থিক দুর্নীতি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মাছের ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করার কাজ করতেন শাহজাহান। এভাবে কয়েক কোটি কালো টাকা তিনি সাদা করেছেন বলে দাবি। যদিও শাহজাহানের দাবি, এসব কিছু মিথ্যে! তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, বললেন সন্দেশখালির নেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর