শেষ রাণী রাসমণির পথচলা, ‘উত্তর পর্বে’ মা সারদা হয়ে সিরিয়ালে ফিরছেন সন্দীপ্তা সেন

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য ‘করুণাময়ী রাণী রাসমণি’তে (karunamoyee rani rasmoni) শেষ হয়েছে রাসমণির পর্ব। ৪ঠা জুলাই, রবিবার দেখানো হয়েছে রাণী রাসমণির জীবনের অন্তিম পর্ব। রাসমণির সঙ্গে সঙ্গে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও বিদায় নেবেন সিরিয়াল থেকে। শনিবারই হয়ে গিয়েছে তাঁর শেষ শুটিং‌। স্বাভাবিক ভাবেই ভারী পরিবেশ সেটে।

কিন্তু মন খারাপ করার কিন্তু তেমন কোনো কারণ নেই। রাসমণি চলে গিয়েছে ঠিকই, কিন্তু সিরিয়াল শেষ হচ্ছে না এখনি। নতুন রূপে নতুন নামে ফিরছে সিরিয়াল। ‘করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব’ নামে এখন থেকে পরিচিত হবে এই সিরিয়াল। গদাধরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার কাহিনিই এখন থেকে দেখানো হবে ধারাবাহিকে।

IMG 20210705 125029
দিতিপ্রিয়া চলে গেলেও তাঁর বদলে আসছে এক বড় চমক। এতদিন কানাঘুঁষো শোনা গেলেও রবিবার অন্তিম পর্বেই এসে গিয়েছে সেই বহু প্রতীক্ষিত প্রোমো। বড় হয়ে গিয়েছে সারদামণি। তাঁর চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা সেন (sandipta sen)। প্রোমোতে মিলেছে তারই ঝলক। ছোট্ট সারদামণি থেকে জগজ্জননী মা সারদা হয়ে ওঠার কাহিনি ফুটিয়ে তুলবেন তিনি। সারদাকে মাতৃজ্ঞানে পুজো করার কাহিনির ঝলকও দেখানো হয়েছে প্রোমোতে।

রামকৃষ্ণের চরিত্রে থাকছেন অভিনেতা সৌরভ সাহাই। এর আগেই তিনি জানিয়েছিলেন, সিরিয়ালে শ্রীরামকৃষ্ণের জীবনের আরো অনেক কিছুই দেখানো বাকি রয়েছে। ১৮৩৬ এ জন্মগ্রহণ করেন তিনি। এখনো পর্যন্ত তিনি পূজ‍্য হন আর ভবিষ‍্যতেও হবেন। সৌরভ বলেন, তৎকালীন সময়েও সমাজকে ভিন্ন চোখে দেখতেন শ্রীরামকৃষ্ণ। ভিন্ন শিক্ষায় শিক্ষিত ছিলেন তিনি।

https://www.instagram.com/p/CQ6HbrjhDNG/?utm_medium=copy_link

কীভাবে পেলেন সেই শিক্ষা তা এখনো দেখানো বাকি সিরিয়ালে। দর্শকদের তাই ভালবেসে পাশে থাকার অনুরোধ করেছেন সৌরভ। গদাধর কীভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে উঠলেন সমস্তটাই দেখানো হবে এই সিরিয়ালে। একে একে প্রবেশ করবে ভৈরবী, তোতাপুরীর মতো ঐতিহাসিক চরিত্ররা। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এঁরা গদাধরের জীবনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর