রাহুলের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক ছিল? নীরবতা ভাঙলেন সন্দীপ্তা

বাংলাহান্ট ডেস্ক: গসিপ, চর্চা নিয়েই গ্ল‍্যামার জগৎ। এ জগতের বাসিন্দাদের প্রায় সবার জীবন নিয়েই কখনো না কখনো চর্চা হয়েছে বা হচ্ছে। পাশ কাটাতে চেয়েও পারেননি অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়ের (Rahul Arunoday Banerjee) সঙ্গে তাঁর নাম জড়িয়ে চর্চা অনেক দিনের। কিন্তু কখনোই বিষয়টা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি সন্দীপ্তা।

প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই সন্দীপ্তার সঙ্গে বন্ধুত্বের সূত্রপাত রাহুলের। ‘তুমি আসবে বলেই’ সিরিয়ালে দুজনের অনস্ক্রিন রসায়ন ছাপ ফেলেছিল অফস্ক্রিনেও। একাধিক বার বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে রাহুল সন্দীপ্তাকে। পর্দার ‘বিক্রম’ নিজেও স্বীকার করেছিলেন এ কথা।

IMG 20220507 155151
পরবর্তীকালেও রাহুলের প্রেম জীবন নিয়ে চর্চা অব‍্যাহত ছিল। শুধু সন্দীপ্তার নামটা বদলে হয় রুক্মা রায়। ‘দেশের মাটি’ সিরিয়ালে রাজা মাম্পির জুটি এই চর্চার নেপথ‍্যে বড় ভূমিকা পালন করেছিল। জি বাংলার নতুন সিরিয়াল ‘লালকুঠি’তেও দেখা যাচ্ছে এই জুটিকে। ফলতঃ রাহুল রুক্মার রসায়ন দেখে অনেকেরই মনে পড়েছে সন্দীপ্তার কথা।

অভিনেত্রী অবশ‍্য এসব নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না। রাহুল রুক্মাকে দেখে যাদের তার কথা মনে পড়েছে, তাদের সমবেদনা জানিয়েছেন সন্দীপ্তা। তাঁর পরিস্কার কথা, মানুষের যেটা ভাবতে ভাল লাগে সেটাই ভাবে আর ভিত্তিহীন ভাবে গল্প রটায়। তিনি ও রাহুল খুব ভাল বন্ধু ছিলেন বলেই জানিয়েছেন সন্দীপ্তা। অভিনেতার প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কাও কোনোদিন তাঁকে দোষারোপ করেননি বিচ্ছেদের জন‍্য।

সন্দীপ্তা সাইকোলজির ছাত্রী। অভিনয়ের সঙ্গে সঙ্গে মাস্টার্সও করেছেন। তবে অভিনয় জগতে পা রেখে নিজের বিদ‍্যা ফলাতে যাননি কারোর উপরে। নিজের ভাগ‍্য এবং দক্ষতা দিয়ে এগিয়ে গিয়েছেন বরাবর। ছোটপর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে। আগামীতে ওয়েব সিরিজ ‘শিকারপুর’এ দেখা যাবে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর