রেললাইনের উপরে ডায়াপার পরে নাচ! পুলিশের হাতে আটক স্যান্ডি সাহা

বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের বিনোদন দিতে যেকোনো সীমা অতিক্রম করার আগে দুবার ভাবেন না স্যান্ডি সাহা (Sandy Saha)। বাঙালি ইউটিউবারদের মধ্যে বেশ জনপ্রিয় নাম স্যান্ডি। উদ্ভট, হাস্যকর ভিডিও করার জন্যই পরিচিতি রয়েছে তাঁর। তবে এর জন্য একাধিক বার আইনি ঝামেলাতেও জড়িয়েছেন স্যান্ডি। এবারে ফের তাঁর একটি পুরনো ভিডিওর জন্য সমস্যায় পড়তে হল ইউটিউবারকে।

গত মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন স্যান্ডি। হাবড়া স্টেশনে দাঁড়িয়ে হাস্যকর অবস্থায় ভিডিও বানাতে দেখা গিয়েছিল তাঁকে। বাচ্চাদের ডায়াপার দিয়ে অদ্ভূত এক পোশাক বানিয়ে পরেছিলেন স্যান্ডি। শুধু তাই নয়, অর্ধনগ্ন অবস্থাতেই স্টেশনে নাচ জুড়ে দেন তিনি। রেললাইনের উপরে নেমেও ভিডিও করতে দেখা গিয়েছিল স্যান্ডিকে।

Sandy

সেই ভিডিওর জন্য এতদিন বাদে হঠাৎ করে সমস্যার সম্মুখীন হলেন স্যান্ডি সাহা। আসলে ভিডিওটি ভাইরাল হতে রেল পুলিশের নজরে আসে তা। জানা যায়, রেললাইনের উপরে দাঁড়িয়ে ভিডিও করার অভিযোগে বৃহস্পতিবার রেল পুলিশের তরফে ডেকে পাঠানো হয় স্যান্ডি। বেশ কিছুক্ষণ আটক করে রাখা হয় তাঁকে।

শুধু তাই নয়, তাঁকে জরিমানাও করা হয় বলে খবর। পুলিশের তরফে স্যান্ডিকে বোঝানো হয় কেন রেললাইনের উপরে দাঁড়িয়ে ভিডিও করা যায় না। তাঁকে পরামর্শ দেওয়া হয়, ভবিষ্যতে ভিডিও বানানোর আগে আইন সম্পর্কে জেনে নিতে। এ বিষয়ে মুখ খুলেছেন স্যান্ডিও। তাঁর অবশ্য বক্তব্য, রেললাইনে নেমে ভিডিও করার আগে তিনি স্থানীয়দের কাছে নিশ্চিত হয়ে নিয়েছিলেন যে ওই লাইনে কোনো ট্রেন চলাচল করে না।

https://www.instagram.com/reel/CqXVqlBLN9Z/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, বাংলা ইউটিউব কমিউনিটিতে স্যান্ডি সাহা বেশ উল্লেখযোগ্য নাম। ইউটিউবে কয়েক লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর। অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন স্যান্ডি।

Niranjana Nag

সম্পর্কিত খবর