‘চুমুটা ভালোই দিই’, ইউটিউবারের সঙ্গে লিপ লকের ভিডিও ফাঁস হতেই কুৎসিত ট্রোল স‍্যান্ডিকে

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ‘বোল্ড’ এর সীমা তৈরি করছেন স‍্যান্ডি সাহা (Sandy Saha)। বাঙালি ইউটিউবারদের মধ‍্যে তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। নিন্দুকের অভাব নেই স‍্যান্ডির। কিন্তু তাঁকে অগ্রাহ‍্য করারও উপায় নেই। বিনোদন দেওয়ার জন‍্য সমস্ত সীমা অতিক্রম করতে পারেন তিনি। একথা আরো একবার প্রমাণ হয়ে গেল।

সম্প্রতি একটি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় ব‍্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে গাড়ির মধ‍্যে এক যুবকের সঙ্গে লিপ লক করতে দেখা যাচ্ছে স‍্যান্ডিকে। তাঁর পরনে সবুজ নাইটি। নেটনাগরিকদের দাবি, অপর যুবকটিও একজন ইউটিউবার। নাম সাহিল আহমেদ। ভিডিওটির সত‍্যতা যাচাই করেনি বাংলাহান্ট।


স‍্যান্ডি ভিডিওটি শেয়ার না করলেও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘চুমুটা কিন্তু ভালোই দিই’। নেটিজেনরাও মশকরায় মেতেছেন স‍্যান্ডির সঙ্গে। কিছু কিছু কুৎসিত কটাক্ষও ভেসে এসেছে। একজন লিখেছেন, ‘নোংরামিটা প্রকাশ‍্যে না করলেই নয়? অনেক বাচ্চাও স‍্যান্ডির এই ভিডিওটা দেখেছে। তারা কী শিখবে?’

এটা অবশ‍্য প্রথম নয়। এর আগে কনটেন্ট নির্মাতা নাসিফ আখতারের সঙ্গেও লিপলক করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন স‍্যান্ডি। পরে আবার দাবি করেছিলেন, নাসিফ নাকি তাঁকে ব‍্যবহার করেছে! সম্প্রতি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’র অনুকরণে ‘স‍্যান্ডিবাঈ কাঠিয়াবাদি’ সেজেছিলেন তিনি।

সর্বাঙ্গে সাদা শাড়ি জড়িয়ে ঠোঁটে লাল লিপস্টিক ও কপালে বড়সড় লাল টিপ পরে সেজেছেন স‍্যান্ডি। প্রথমে একটি সেলফি শেয়ার করেছেন স‍্যান্ডি। দ্বিতীয় ছবিতে গাঙ্গুবাঈয়ের সিগনেচার ‘উলটো নমস্কার’ করতে দেখা যাচ্ছে তাঁকে। নিজের নাম নিজেই দিয়েছেন তিনি, স‍্যান্ডিবাঈ কাঠিয়াবাদি।

স‍্যান্ডিবাঈ সেজে তাঁর প্রশ্ন, ‘আমাকে আলিয়া ভাট এর থেকেও হট লাগছে না? সত্যি বলো?’ নেটিজেনরা তাঁর কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড়। একজন মজা করে লিখেছেন, ‘নাইটি তে তোমাকে আলিয়া ভাট এর চেয়ে অনেক বেশি সুন্দর লাগে।’ অনেকে বরাবরের মতোই কুরুচিকর কটাক্ষ করেছেন। কিন্তু স‍্যান্ডি তো স‍্যান্ডি! এসবে পাত্তা দেওয়ারও প্রয়োজন মনে করেন না তিনি।

X