গরম কম পড়ছে? এবার ‘প্রেমের ছ‍্যাঁকা’ দিতে আসছেন স‍্যান্ডি! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বড়পর্দা, ওয়েব সিরিজ, নন ফিকশন শো সবই হল। বাকি ছিল শুধু টিভি সিরিয়ালে অভিনয়। সেটাও আর বাকি রাখলেন না স‍্যান্ডি সাহা (Sandy Saha)। মজার সিরিয়ালে ততোধিক মজার চরিত্র নিয়ে হাজির হয়ে গেলেন জনপ্রিয় ইউটিউবার। সোশ‍্যাল মিডিয়ায় প্রথম ঝলক শেয়ার হওয়া মাত্রই ভাইরাল।

আগেই জানিয়েছিলাম, এবার সিরিয়ালে অভিষেক করতে চলেছেন স‍্যান্ডি সাহা। কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বসন্তবিলাস মেসবাড়িতে’ নতুন চরিত্র নিয়ে এন্ট্রি নিচ্ছেন তিনি। চরিত্রের নাম বিপ্লবসুন্দর বটব‍্যাল ওরফে বিবস! ম্প্রতি প্রকাশ‍্যে এসেছে স‍্যান্ডির অভিনয়ের প্রথম ঝলক।


হট পিঙ্ক রঙের শার্ট, বেগুনি প‍্যান্ট, মাথায় সাদা টুপি আর গলায় ফার স্কার্ফ পরে রঙ্গমঞ্চে হাজির স‍্যান্ডি থুড়ি বিবস। আর এসেই নায়কের দিকে তাকিয়ে ডাক, “এই নটি এসো!” বিবসকে দেখে বাকিদের চক্ষু চড়কগাছ। প্রোমো থেকেই জানা যায়, বিবসের এন্ট্রি হয়েছে ‘প্রেমের ছ‍্যাঁকা’ দেওয়ার জন‍্য। এবার কতটা কী ছ‍্যাঁকা তিনি দেন সেটা দেখার অপেক্ষা।

https://www.instagram.com/tv/CcufnPDMM4f/?igshid=YmMyMTA2M2Y=

চরিত্রটি সম্পর্কে স‍্যান্ডি আগেই জানিয়েছিলেন, খুব মজার চরিত্রটি। সেই সঙ্গে প্রচুর দুষ্টুমিও করে। অনেকটা স‍্যান্ডির মতোই। তবে তিনি স‍্যান্ডি সাহা হয়ে যেগুলো করতে পারেন না সেগুলো এই চরিত্রের মাধ‍্যমে করবেন। নায়ক নায়িকাকে আলাদা করার চেষ্টা করবেন। মেগা সিরিয়াল মানেই কাজের চাপ, সকাল সকাল কলটাইম।


স‍্যান্ডি জানান, তিনি দেরিতে ঘুম থেকে উঠতেন এতদিন। তাই সকালে কলটাইম থাকলে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু সেটে সবাই মিলে খুব মজা করেন। সেটে ইতিমধ‍্যেই অভিনেত্রী কমলিকা বন্দ‍্যোপাধ‍্যায়কে ‘সুইটহার্ট’ বানিয়ে নিয়েছেন স‍্যান্ডি।

X