বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সিদ্ধান্ত নিয়ে তোলপাড় টলিউড। আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে ‘চিনেবাদাম’ (Cheenebadam)। কিন্তু তার দিন কয়েক আগেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন নায়ক। পরিচালক প্রযোজকের সঙ্গে মতানৈক্যের কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন যশ। তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন চিনেবাদাম এর পরিচালক, প্রযোজক থেকে শুরু করে টলিউডের ব্যক্তিত্বরাও। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি যশের।
এবার যশের বিকল্প পেয়ে গেলেন চিনেবাদাম এর প্রযোজক তথা নায়িকা এনা সাহা (Ena Saha)। যশের বদলে ‘ইয়াশিকা’কে নিয়ে এলেন তিনি। চিনতে পারলেন তো ইয়াশিকাকে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্যান্ডি সাহার (Sandy Saha) কথাই বলা হচ্ছে। নায়ক ছবির প্রচার করতে রাজি হননি। তাই ইয়াশিকার সাহায্যেই ছবির প্রচার করলেন এনা।
আর কে না জানে, দর্শকদের বিনোদন দেওয়ার জন্য কোনো খামতিই রাখেন না স্যান্ডি। এবারেও তার ব্যতিক্রম হল না। গোলাপি পাড় সবুজ শাড়ি ব্লাউজ, লাল ফিতে দিয়ে ঝুঁটি বেঁধে বাদাম ওয়ালি সেজেছেন স্যান্ডি। ঝুড়িতে চিনেবাদাম নিয়ে সেজেগুজে বাদাম বিক্রি করতে বেরিয়েছেন তিনি।
ভিডিওর শেষে দেখা গিয়েছে এনাকেও। দর্শকদের উদ্দেশে তিনি আর্জি জানিয়েছেন, চিনেবাদাম দেখার জন্য। তবে প্রচারমূলক ভিডিও হলেও মজা করতে ছাড়েননি স্যান্ডি। ছবির নাম শুনেই এনাকে তাঁর প্রশ্ন, “এই সিনেমায় ‘তূপঙ্কর বাবু’ নেই তো? উনিও আবার অভিনয় করেন!” কিন্তু এনা আশ্বাস দেন, অমন কেউই ছবিতে নেই।
এর আগে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে এনা বলেছিলেন, যেদিন যশ টুইট করেছিলেন তা আগের দিনই অভিনেতাকে মেসেজ করেছিলেন তিনি। চিনেবাদামের টাইটেল ট্র্যাকটি শুনে যশ বলেছিলেন ‘প্যাথেটিক’ হয়েছে। এনা ও তাঁর টিমকে শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিনেতা।
এনা আরো জানান, ছবির প্রচারেও যশের তেমন উৎসাহ দেখা যায়নি। এমনকি তিনি যখন আর্জি জানাতেন প্রচারে অংশ নিতে তখন যশ বলতেন, তাঁকে ছেড়ে দিতে। তখন এনা ভেবেছিলেন যে অভিনেতার হয়তো কোনো সমস্যা হচ্ছে। পরিচালক শিলাদিত্যকেও টাইটেল ট্র্যাক নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন যশ। কিন্তু তিনি যে ছবি থেকেই সরে দাঁড়াবেন তা ভাবতে পারেননি এনা।