বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর মাত্র বাকি ৫ দিন। তারপরেই শুরু হয়ে যাবে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার আগে প্রতিটি দল এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রাখতে। এরই মধ্যে টিম রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ও হেড কোচ কুমার সঙ্গাকারা মিলিয়ন ডলার লিগ শুরু হওয়ার আগে জানিয়ে দিলেন যে, ভারতের সেরা টি টোয়েন্টি ক্রিকেটার রয়েছেন তাদের দলেই। তিনি বলেছিলেন তার দলের অধিনায়ক সঞ্জু স্যামসনের কথা যাকে তিনি বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি প্লেয়ার আখ্যাও দিয়েছেন!
রাজস্থান রয়্যালসের তরুণ অধিনায়কের ভূয়সী প্রশংসা করে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার বলেন, “স্যামসন অধিনায়ক বা রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ সেই বিষয় গুলোকে মাথা থেকে বার করে রেখেই বলছি যে ও বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। ও একজন অসাধারণ ক্রিকেটার এবং সেই সঙ্গে ও একজন ম্যাচ-উইনার।”
সাঙ্গাকারা আরও যোগ করেছেন, “একজন ব্যাটারের মধ্যে সফল হওয়ার জন্য যে প্রতিভা মজুদ থাকা দরকার, তার সবকটাই ওর মধ্যে রয়েছে। আমি আগের আইপিএলে দায়িত্বে আসার আগে থেকেই ও রাজস্থানের নেতা। গত বছর ওকে খুব কাছ থেকে জেনেছি। আমি ওর গুণমুগ্ধ। ওর দলের জন্য ওর মধ্যে একটা আবেগ কাজ করে। এখান থেকে যেহেতু শুরু করেছিল, ও সেটার মূল্য দেয়। এখনও ওর মধ্যে উন্নতির ইচ্ছা আছে আর ও আরও উন্নতি করবে।”
অধিনায়ক এবং ক্রিকেটারের পাশাপাশি মানুষ হিসাবে সঞ্জু স্যামসনকে দেখেও মোহিত ২০১৪ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী তারকা। তিনি জানান সঞ্জু একজন মজার ও মাটির কাছাকাছি থাকা মানুষ। তারা দুজন মিলে এবার রাজস্থানকে ফের একবার আইপিএলের শিরোপা জেতাতে চান। আগামী ২৯ শে মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালস।