বাংলাহান্ট ডেস্কঃ সঙ্গীতমেলা ২০২০। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) হাত দিয়েই সঙ্গীত মেলা এবং বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবের শুভ উদ্বোধন করা হবে ২৩ শে ডিসেম্বর। গাওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গানও। করোনা আবহের মধ্যেও সমস্ত বিধি নিষেধ মান্য করেই, প্রতি বছরের মত এই বছরেও লোকগানের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
এই অনুষ্ঠানে গান পরিবেশন করেবন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্য়ায়, জোজো, রাঘব চট্টোপাধ্য়ায়, মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, অরিত্র দাশগুপ্ত, শিবাজী চট্টোপাধ্য়ায়, পর্ণাভ বন্দ্যোপাধ্য়য় সহ আরও অনেক বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয় হবে হেমন্ত মুখোপাধ্যায়কে। ‘আমার গানের স্বরলিপি লেখা রবে’ নামের মধ্য দিয়ে তাঁর জন্মশতবর্ষে সম্মান জানানো হবে। পাশাপাশি ‘ও আকাশ সোনা সোনা’ গান গেয়ে শ্রদ্ধা জানানো হবে সৌমিত্র চট্টোপাধ্য়ায়কেও।
কিভাবে আয়োজিত হবে?
২৪ শে ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় পাঁচ হাজারেরও বেশি শিল্পী ও মিউজিশিয়ানরা। বিকেল ৪ টে শুরু হবে সঙ্গীতের এই মেলা। পাড়ায় পাড়ায় সঙ্গীতমেলা নামে কলকাতা শহরের বিভিন্ন পাড়ায় প্রতিদিন চারটি করে অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি উঠতি ব্যান্ডদের সুযোগ দিয়ে দেশপ্রিয় পার্কে বাংলা ব্য়ান্ডের অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। অনুষ্ঠানের শেষ দিনে নন্দনে একতারা মঞ্চে এক আলোচনা সভা বসবে। যার মূল আকর্ষণ থাকবে বাংলা আধুনিক গান ও চলচ্চিত্রের গানের সম্ভার।
আসন সংখ্যাও থাকছে সীমিত
যেহেতু করোনা আবহের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তাই অনুষ্ঠানসূচীর পাশাপাশি বসার আসনের দিকেও কিছুটা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। যেসকল প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানগুলো আয়োজিত হবে, সেখানে প্রায় ৫০ শতাংশ আসনের ব্যবস্থা করা হচ্ছে। তবে বড় প্রেক্ষাগৃহ হলে ২০০ জনের ব্যবস্থা থাকছে।সেইসঙ্গে এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে, সঙ্গীত দুনিয়ার বিশিষ্ট সমস্ত ব্যক্তিত্বদের।