বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২ দিন আগে আয়োজিত হওয়ার মহিলা আইপিএলের (WPL) অকশনে নিজেদের ঘর ভালোভাবেই গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। একাধিক তারকা ক্রিকেটারকে নিয়ে নিজেদের ১৮ জনের স্কোয়াড সম্পূর্ণ করেছে আরসিবি। মার্চ মাসে আয়োজিত হতে চলা প্রথম মহিলা আইপিএলে তাদের স্কোয়াডকেই সম্ভবত সবচেয়ে বেশি ব্যালেন্সড দেখাচ্ছে। এবার আরও একটা বড় চমক দিল স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দল।
নিউজিল্যান্ড মহিলা দলের কোচ বেন সোয়ার দলটির কোচিং এর দায়িত্বে থাকছেন। কিন্তু তিনি শুধু ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলি নিয়েই মাথা ঘামাবেন। দলকে কিভাবে কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় নিজের সেরা পারফরম্যান্স বার করে আনতে হয় সেই ব্যাপারে সাহায্য করবেন এই ফেব্রুয়ারি মাসেই অবসর নেওয়া কিংবদন্তি ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা (Sania Mirza)। আরসিবির মেন্টর হিসেবে নিযুক্ত হচ্ছেন তিনি।
আজই অফিসিয়াল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে আরসিবি। সেই ঘোষণায় বলা হয়েছে, “আমাদের কোচিং স্টাফরা গোটা দলকে ক্রিকেট সংক্রান্ত বিষয়ে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। তার পাশাপাশি কঠিন পরিস্থিতিতে সাহসী পারফরম্যান্স করার জন্য আমাদের দলকে পথ দেখাতে উপস্থিত থাকবেন কিংবদন্তি সানিয়া মির্জা। সবাই মিলে তাকে স্বাগত জানান এবং বরণ করে নিন।”
গত মাসে নিজের কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামটি খেলে ফেলেছেন সানিয়া। মহিলাদের ডাবলসে তিনি দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেও মিক্সড ডাবলসে তিনি ফাইনাল অবধি পৌঁছেছিলেন রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে। ফাইনালে অবশ্য ব্রাজিলিয়ান জুটির কাছে তাদের হারতে হয়েছিল। চলতি মাসের নিজের শেষ টেনিস টুর্নামেন্টে অংশ নেবেন এবং তারপর নিজের কেরিয়ারে ইতি টানবেন সানিয়া। এরপর আরসিবিকে সময় দিতে তার কোন অসুবিধা হওয়ার কথা নয়।
আরসিবি মহিলা স্কোয়াড:
স্মৃতি মান্ধানা (ভারত)
সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
এলিসা পেরি (অস্ট্রেলিয়া)
রেনুকা সিং (ভারত)
রিচা ঘোষ (ভারত)
এরিন বার্নস (অস্ট্রেলিয়া)
দিশা কাসাট (ভারত)
ইন্দ্রাণী রায় (ভারত)
শ্রেয়াঙ্কা প্যাটেল (ভারত)
কনিকা আহুজা (ভারত)
আশা শোভনা (ভারত)
হিদার নাইট (ইংল্যান্ড)
ডেন ভ্যান নিকের্ক (দক্ষিণ আফ্রিকা)
প্রীতি বোস (ভারত)
পূনম খেমনার (ভারত)
কোমল জানজাদ (ভারত)
মেগান শুট (অস্ট্রেলিয়া)
সাহানা পাওয়ার (ভারত)