কানাডার রাম মন্দিরে হামলা! লেখা হল ভারত বিরোধী স্লোগানও, তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

বাংলা হান্ট ডেস্ক : আবারও ধর্মীয় হিংসায় উত্তপ্ত কানাডা (Canada)। এবার মিসিসাউগার একটি হিন্দু মন্দিরে ভারত বিরোধী স্লোগান (Slogan Against India) লিখল একদল দুষ্কৃতি। গতকাল মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, যে মন্দিরে এই ঘটনাটি ঘটেছে সেটি একটি রাম মন্দির। সে দেশের টরোন্টোতে অবস্থিত ভারতীয় মহাবাণিজ্য দূতাবাস (Consulate General of India, Toronto) এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে কানাডা সরকারের কাছে দাবি করা হয়েছে, অপরাধীদের দ্রুত শনাক্ত করে শাস্তি দেওয় ব্যাবস্থা করতে হবে।

তবে, কানাডার হিন্দু মন্দিরে হামলা এই প্রথম নয়। গত এক বছরে চতুর্থবার ঘটল এমন ঘটনা। এর আগে জানুয়ারি মাসে কানাডার ব্রাম্পটনে একটি হিন্দু মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখা হয়। এরপরই ক্ষোভে ফেটে পরে কানাডার হিন্দু সমাজ। মহাবাণিজ্য দূতাবাস এই বিষয়েও কড়া নিন্দা করেছিল। দূতাবাসের তরফ থেকে বলা হয়, গৌরিশঙ্কর মন্দিরকে কলুষিত করায় কানাডার হিন্দু অধিবাসীদের ভাবনায় আঘাত করা হয়েছে।

ব্র্যাম্পটনের বিখ্যাত গৌরীশঙ্কর মন্দিরে (Gauri Shankar Mandir) শুধু যে ভাঙচুর চালানোর পাশাপাশি মন্দিরের গায়ে প্ররোচনামূলক স্লোগান লিখে দেওয়া হয়েছে (Anti-India Graffiti)। ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। দুটি স্লোগানের এখানে লেখা হয়। একটি ‘হিন্দুস্থান মুর্দাবাদ।’ এবং অপরটি, ‘খালিস্তান জিন্দাবাদ।’ জানা যায়, এই ঘটনার পিছনে রয়েছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী শিখস ফর জাস্টিস বা এসএফজে এবং অন্যান্য খালিস্তানি দল। সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্দিরে হামলার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এসএফজে।

canada 2

ঘটনার তীব্র নিন্দা করে টরোন্টোর ভারতীয় কনসুলেট জেনারেল জানায়, এই ঘটনায় কানাডায় বসবাসকারী ভারতীয়দের ভাবাবেগে আঘাত লেগেছে। বিশেষ একটি বিবৃতি দিয়ে কানাডার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই কানাডার প্রশাসনের কাছে এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা। ঘটনার নিন্দা করেছেন ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন। তিনি পরিষ্কার জানান, ‘কানাডায় এ ধরনের হিংসাত্মক ঘটনার কোনও জায়গা নেই। উপাসনাস্থলে প্রত্যেক মানুষের সুরক্ষিত বোধ করার কথা।’

এর আগেও একাধিকবার কানাডায় হিন্দু মন্দিরের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত অন্তত ৪ বার দেশটির বিভিন্ন হিন্দু মন্দিরে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। দেওয়ালে লিখে দেওয়া হয়েছে ভারত-বিরোধী স্লোগানও। বিদ্বেষের শিকার হয়েছেন সেদেশে বসবাসকারী ভারতীয়রাও। কানাডায় হিন্দু মন্দির এবং ভারতীয়দের উপর ক্রমবর্ধমান হামলার ঘটনার তীব্র নিন্দা করে গত সেপ্টেম্বর মাসে বিবৃতি দেয় ভারতের বিদেশ মন্ত্রক।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর