বাংলাহান্ট ডেস্ক: স্টেজ ৩ ফুসফুসের ক্যানসারে (lung cancer) আক্রান্ত বলিউড (bollywood) অভিনেতা সঞ্জয় দত্ত (sanjay dutt)। ৮ অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি। তারপরেই জানা গিয়েছে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা।
এদিন নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করে কিছুদিন অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা জানান সঞ্জয় দত্ত। তিনি লেখেন, ‘চিকিৎসার জন্য আমি কিছুদিন অভিনয় থেকে বিরতি নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে রয়েছে। শুভাকাঙ্খীদের অনুরোধ অযথা চিন্তা করবেন না। আপনাদের সকলের ভালবাসা ও শুভকামনা নিয়ে আমি শীঘ্রই ফিরব।’
https://twitter.com/duttsanjay/status/1293142626850336775?s=19
এরপরেই প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক কোমল নাহতা টুইট করে জানান, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই চিকিৎসার জন্য আমেরিকা উড়ে যাবেন অভিনেতা।
Sanjay Dutt diagnosed with lung cancer. Let’s pray for his speedy recovery.https://t.co/IBc6j2XchZ
— Komal Nahta (@KomalNahta) August 11, 2020
গত ৮ অগাস্ট হঠাতই শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল সঞ্জয় দত্তকে। তবে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল। সোমবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। এরপরেই আজ জানা যায় অভিনেতার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর।
প্রসঙ্গত, সঞ্জয় দত্তকে দেখা যাবে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ ছবিতে। আগামী ২৮ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘পানিপথ’ ও করন জোহরের ‘কলঙ্ক’ ছবিতে।