এগিয়ে এলেন সঞ্জয় দত্ত, ১০০০ শ্রমিকের প্রতিদিনের ভাত যোগাবেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: দরিদ্র অসহায় শ্রমিক (workers) মানুষের সাহায‍্যে (help) এবার এগিয়ে এলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay dutt)। করোনা (corona) মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি। অমিতাভ, সলমন, শাহরুখ, হৃতিকদের পরে এবার তালিকায় যুক্ত হল সঞ্জুবাবার নামও। মুম্বই শহরের প্রায় ১০০০ জন দৈনিক মজুরির শ্রমিকের প্রতিদিনের খাবারের দায়িত্ব নিলেন তিনি।
চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।

sanjay dutt movies 1200x900 1
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে দশ হাজার। প্রথম দফার লকডাউনের পর নতুন করে ৩রা মে পর্যন্ত বাড়ানো হয়েছে গোটা দেশের লকডাউনের মেয়াদ। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। চিকিৎসকরা বলছেন আগামী দু সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি সঙ্কটে পড়েছেন খেটে খাওয়া দৈনিক মজুরির শ্রমিকরা। লকডাউনে কোথা থেকে দু বেলার খাবার যোগান দেবে তারা সেটা ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না।

https://www.instagram.com/p/B-Wdp9gHwbZ/?igshid=v9izuzl0t0cb

তাদেরই সাহায‍্যার্থে এগিয়ে এসেছেন সঞ্জয় দত্ত‍। তাঁর কথায়, এই পরিস্থিতিতে সবাই যে যার মতো করে সাহায‍্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনিও তাঁর সাধ‍্যমতোই চেষ্টা করেছেন। এর আগে সলমন খান, হৃতিক রোশন সহ বহু তারকাই মানবিকতার পরিচয় দিয়ে এগিয়ে এসেছেন মানুষের সাহায‍্যে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর