বলিউড বড় ভয়ানক জায়গা, ইন্ডাস্ট্রি ঐশ্বর্যকে নষ্ট করে ফেলবে! ভয় পেয়েছিলেন সঞ্জয় দত্ত

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (aishwarya rai bachchan)। এখন আর ছবি না করলেও একটা সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন ইন্ডাস্ট্রিতে। প্রথমে বিশ্বসুন্দরীর খেতাব জয়, তারপর বলিউডে পদার্পণ এবং সবশেষে বচ্চন পরিবারের বধূ হয়ে ওঠা। ঐশ্বর্যর জীবন নিয়েই একটা গোটা ছবি তৈরি হয়ে যেতে পারে। কিন্তু নিজের সৌন্দর্য এবং কেরিয়ার নিয়ে কম কথা শুনতে হয়নি তাঁকে। সঞ্জয় দত্তও (sanjay dutt) বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন রাইসুন্দরীকে নিয়ে।

এ ঘটনা ১৯৯৩ সালের। একটি জনপ্রিয় ম‍্যাগাজিন কভারের জন‍্য ফটোশুট এবং সাক্ষাৎকারের জন‍্য মিলিত হয়েছিলেন সঞ্জয় ও ঐশ্বর্য। বিশ্বসুন্দরীকে সেই প্রথম দেখা সঞ্জুবাবার। প্রথম সাক্ষাতেই নাকি ঐশ্বর্যর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই সঙ্গে তিনি ভয়ও পেয়েছিলেন যে বলিউড তাঁর সৌন্দর্য ও মিষ্টত্বকে নষ্ট না করে দেয়।

AbhishekAishwaryaGuru
পরবর্তীকালে এক সাক্ষাৎকারে একথা প্রকাশ‍্যেই বলেছিলেন সঞ্জয়। তাঁর কথায়, “যখন আপনি এই গ্ল‍্যামার ইন্ডাস্ট্রিতে আসবেন, এই ইন্ডাস্ট্রি আপনাকে বদলাতে শুরু করবে, পরিণত করতে শুরু করবে… আগের সরল ভাবটা আর থাকবে না। এখন যে সুন্দর দিকটা ঐশ্বর্যর রয়েছে সেটাই অদৃশ‍্য হয়ে যাবে। সিনেজগতের সঙ্গে ওঠাবসা করতে হবে তাঁকে, সেটা একেবারেই সহজ নয়।”

বলিউড ইন্ডাস্ট্রির ব‍্যাপারে সোজা সাপটা কথা বলেছিলেন সঞ্জয়। তাঁর বক্তব‍্য ছিল, এই ইন্ডাস্ট্রিতে অত‍্যন্ত বেশি রকমের প্রতিযোগিতা হয়। নিজেকে সর্বক্ষণ সুন্দর দেখানোর তাগিদ, সবার থেকে সেরা হয়ে ওঠার তাগিদ থেকে যায়। দু ধাপ উপরে উঠলে ৫০০ জন নীচে টেনে নামানোর লোক রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। তাদের সঙ্গে যুঝতে গেলে নিজেকে শক্ত করে গড়ে তুলতে হয়। আগের ওই নম্র, মিষ্টি ভাবটা আর থাকে না। সঞ্জয় আরো বলেছিলেন, “ঐশ্বর্য যদি রাস্তার মাঝে দাঁড়ায়, সবাই থমকে দাঁড়াবে। কিন্তু আমি যদি ওর জায়গায় দাঁড়াই, সবার আমার উটর দিয়ে বেরিয়ে যাবে।”

sanjay dutt 1
বলিউডের ‘মুন্নাভাই’ এর ভবিষ‍্যৎবাণী অনেকটাই ফলে গিয়েছে। আগের ঐশ্বর্য ও এখনকার ঐশ্বর্যর মধ‍্যে যে আকাশ।পাতাল তফাৎ তা স্পষ্ট। এমনকি এই পর্যায়ে এসেও ট্রোল হতে হয় তাঁকে। নিজের ছোট মেয়েকে আগলে রাখার জন‍্য কাঠগড়ায় দাঁড় করানো হয় বচ্চন বধূকে। সম্ভবত এত বছরে ঐশ্বর্য ইন্ডাস্ট্রির এমন রূপ দেখেছেন যে মেয়েকে আগলে রাখাই উচিত বলে মনে হয়েছে তাঁর!

Niranjana Nag

সম্পর্কিত খবর