দক্ষিণে বলিউডের দাপট, কেজিএফ ২-তে অধীরার পর ফের দুর্ধর্ষ ভিলেন হচ্ছেন সঞ্জয়

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ভাল সময় এল অবশেষে। শাহরুখ খানের ‘পাঠান’ এর সঙ্গে সঙ্গে হিন্দি ইন্ডাস্ট্রির ব্যবসার হাল ফিরেছে। পাশাপাশি দক্ষিণী ছবিতেও বলিউডি অভিনেতা অভিনেত্রীরা ক্রমেই জাঁকিয়ে বসছেন। ২০২২ এর ব্লকবাস্টার কেজিএফ চ্যাপ্টার ২ তে খলনায়ক অধীরার চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন বলিউডি সুপারস্টার সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। তাঁর ভয় ধরানো লুক থেকে তুখোড় অভিনয় প্রশংসিত হয়েছিল দুই ইন্ডাস্ট্রিতেই। এবার ফের দক্ষিণী ছবিতে দেখা যাবে তাঁকে।

থালাপতি বিজয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘থালাপতি ৬৭’এ আবারো দুর্ধর্ষ ভিলেনের ভূমিকায় দেখা যাবে সঞ্জু বাবাকে। ছবির প্রযোজক জগদীশ সোশ্যাল মিডিয়া মারফত শেয়ার করেছেন এই খবর। ছবিতে অভিনেতার প্রথম লুকের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের প্রথম সাক্ষাতের সময় থেকেই এত উষ্ণ ব্যবহার পেয়েছি আপনার থেকে। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমরা খুব খুশি স্যার। আপনার ভালবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ’।

Sanjay 1

সঙ্গে সঞ্জয়ের একটি মন্তব্যও শেয়ার করা হয়েছে। থালাপতি ৬৭ ছবিটির ব্যাপারে তিনি বলেন, একটা লাইন শুনেই তিনি ঠিক করে ফেলেছিলেন এই ছবির অংশ তাঁকে হতেই হবে। অধীরার মতো এই ছবিতেও প্রথম লুকেই নজর কেড়ে নিয়েছেন সঞ্জয়।

প্রসঙ্গত, গত বছর একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন সঞ্জয়। কেজিএফ চ্যাপ্টার ২, সম্রাট পৃথ্বীরাজ, শামশেরা তিনটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। আগামীতে থালাপতি ৬৭ ছাড়াও দ্য গুড মহারাজা এবং ঘুরচড়ির মতো ছবিতে দেখা যাবে তাঁকে।

উল্লেখ্য, কেজিএফ ২ ছবির সময়ে ক্যানসার আক্রান্ত ছিলেন। ওই অবস্থাতেই শুটিং করেছিলেন তিনি। ২০২০ সালে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে সঞ্জয়ের। সে সময়ে ‘শামশেরা’ ছবির শুটিং করছিলেন তিনি। ওই অবস্থাতেও ক্যানসারের চিকিৎসা চলাকালীন টানা শুটিং করে গিয়েছেন অভিনেতা। দীর্ঘ কয়েক মাস চিকিৎসা চলার পর শেষমেষ ক্যানসার মুক্ত হন সঞ্জয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর