সেটে নিজের মনমর্জি মতো চলেন রেখা, কিংবদন্তী অভিনেত্রীকে ছেঁটে ঐশ্বর্যকে নিয়ে আসছেন বনশালি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের মধ‍্যে একজন সঞ্জয় লীলা বনশালি (sanjay leela bansali)। হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রির সফল ও জনপ্রিয় পরিচালকদের তালিকায় প্রথম দিকেই আসবে তাঁর নাম। আর এই স্থান অর্জন করতে যথেষ্ট কঠোর পরিশ্রমও করতে হয়েছে তাঁকে। শোনা যায় কাজের ক্ষেত্রে নাকি শৃঙ্খলা মেনে চলেন তিনি। তাই তাঁর সঙ্গে কাজ করতে হলে অভিনেতা অভিনেত্রীদেরও তাঁর নিয়ম অনুযায়ীই চলতে হয়।

আর ঠিক এই কারণেই কিংবদন্তী অভিনেত্রীকে রেখাকে (rekha) নিজের আগামী ছবি থেকে ছেঁটে ফেললেন বনশালি। পাকিস্তানের নিষিদ্ধ পল্লীর গল্প নিয়ে তৈরি হতে চলেছে পরিচালকের স্বপ্নের প্রোজেক্ট ‘হীরা মাণ্ডি’। এই ছবির জন‍্যই রেখাকে কাস্ট করতে চলেছেন বনশালি, কিছুদিন আগে এমনি খবর সামনে এসেছিল।


এবার শোনা গেল সে পরিকল্পনা বাতিল করে দিয়েছেন বনশালি নিজেই। কেন? কারণ নিজের স্বপ্নের প্রোজেক্টে কোনো রকম সমস‍্যা বা বাধা চান না তিনি। ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরে গুঞ্জন, রেখা নাকি শুটিং সেটে নিজের মনমর্জি মতো চলেন। নিজের ইচ্ছা মতো আসা যাওয়া, নিজের ইচ্ছা মতো কাজকর্ম করেন তিনি। এতে প্রায়ই ঝামেলা বাঁধে। রেখার জন‍্যই নাকি ‘ফিতুর’ ছবিতে সমস‍্যায় পড়েছিলেন আদিত‍্য রায় কাপুর। শেষমেষ রেখাকে বদলে নেওয়া হয় তব্বুকে।

তবে বনশালি এই ঝামেলা সহ‍্য করতে রাজি নন। তাই প্রথমেই রেখাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। এখন শোনা যাচ্ছে রেখার বদলে ঐশ্বর্য রাই বচ্চন (aishwarya rai bachchan) যোগ দিতে পারেন বনশালির টিমে। তবে এ ব‍্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষনা করা হয়নি পরিচালকের তরফে।

অতি সম্প্রতি দীপিকা পাডুকোনকে কাস্ট করার কথা জানিয়েও শেষ পর্যন্ত পারিশ্রমিক নিয়ে সমস‍্যা হওয়ায় ‘বৈজু বাওরা’ ছবি থেকে দীপ্পিকে ছেঁটে দিয়েছেন বনশালি। এই ছবিতে ফের রণবীর সিং দীপিকা পাডুকোন জুটি দেখার কথা ছিল দর্শকদের। অতীতেও এমন ঘটনার উদাহরণ রয়েছে। ‘গুজারিশ’ ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ‘অপরাধে’ আর কোনোদিন রণবীর কাপুরের সঙ্গে কাজই করেননি বনশালি।

X