আমি নির্বাচক হলে দুই বছর আগেই বাদ দিতাম এই প্লেয়ারকে, বড় বয়ান প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারকে নিয়ে বড় ধরনের বক্তব্য দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন যে আমি যদি নির্বাচক হতাম, তবে ২ বছর আগেই এই ক্রিকেটার ভারতীয় দলের বাইরে থাকতেন। যার সম্পর্কে সঞ্জয় মাঞ্জরেকর বলেছেন তিনি আর কেউ নন প্রাক্তন টেস্ট সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে।

অনেক দিন ধরেই অজিঙ্কা রাহানের নিজের পরিচিত ফর্মে নেই। এই বাজে পারফরম্যান্সের কারণে অজিঙ্কা রাহানের টেস্ট কেরিয়ার প্রায় ধ্বংসের মুখে। অজিঙ্কা রাহানের সবচেয়ে বড় সমস্যা হল তার ধারাবাহিকতার অভাব। একটি ম্যাচে বড় রান করার পর তারপর আচমকাই ছন্দ হারিয়ে ফেলেন তিনি। এই কারণেই নির্বাচকরা তার জায়গায় অন্য কাউকে দলে আনতে চান যিনি রাহানের দীর্ঘমেয়াদী বদলি হিসেবে প্রমাণিত হবেন।

   

Sanjay Manjrekar

অজিঙ্কা রাহানে সম্পর্কে, প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর বলেছেন, ‘আমি যদি বলি যে রাহানের শেষ ম্যাচ ছিল কেপটাউনে দক্ষিণ আফ্রিকা বনাম তৃতীয় টেস্ট, তাহলে মানুষ অবাক হবেন না। তিনি ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ। ২০১৭ সাল থেকেই অজিঙ্কা রাহানের এই সমস্যা।

সঞ্জয় মাঞ্জরেকর বলেন, ‘আমি নির্বাচক হলে দুই বছর আগে তিনি আমার পরিকল্পনার বাইরে চলে যেতেন। রাহানে কেমন ব্যাট করে, যেভাবে আউট হন তা দেখতেই পাচ্ছেন। এই সমস্ত জিনিস একজন ক্রিকেটারের খেলা সম্পর্কে একটি ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ, বিরাট কোহলি সেঞ্চুরি করতে ব্যর্থ হচ্ছেন, কিন্তু তিনি এখনও মাঠে ভালো ব্যাটিং করেন। আমার মতে রাহানের কেরিয়ার শেষ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর