কঙ্গনা বিবাদে ব্যাকফুটে রাউত, এখন বলছেন মহিলাদের সন্মানের জন্য সব সময় লড়ব

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মামলায় কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) আর শিবসেনার  (Shiv Sena)মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut) মধ্যে বাদানুবাদ চলছে। আরেকদিকে, মহারাষ্ট্রে কঙ্গনার বিরুদ্ধে শিব সৈনিকদের ক্ষোভ বাড়ায় কঙ্গনা কে Y ক্যাটাগরির সুরক্ষা প্রদান করা হয়েছে। আরেকদিকে বিগত কয়েকদিন ধরে কঙ্গনা রানাওয়াতের উপর বারবার আক্রমণ করা শিবসেনার নেতা বলেন, যারা ওনার বিরুদ্ধে মহিলাদের অপমান করার অভিযোগ তুলছেন, তাঁরা নিজেরাই মুম্বা দেবীর অপমান করছেন।

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ট্যুইট করে লেখেন, শিবসেনা হিন্দুত্বের বিচারধারার পার্টি আর আমরা মহিলাদের সন্মান করা শিখাই। রাউত ট্যুইট করে লেখেন, শিবসেনা ছত্রপতি শিবাজি মহারাজ আর মহারাণা প্রতাপের মতো হিন্দুদের আদর্শে আদরশিত। আমাদের প্রথম থেকেই মহিলাদের সন্মান করতে শেখানো হয়। যদিও অনেকে ইচ্ছে করে গুজব ছড়াচ্ছে যে, শিবসেনা মহিলাদের অপমান করেছে। যারা এমন গুজব ছড়াচ্ছে, তাঁরা যেন এটা না ভোলে যে, তাঁরা মুম্বাই আর মুম্বাইয়ের মুম্বা দেবীর অপমান করছে। শিবসেনা মহিলাদের সন্মানের জন্য লড়বে।

আরেকদিকে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, শিবসেনার নেতা সঞ্জয় রাউত আহমেদাবাদের তুলনা মিনি পাকিস্তানের সাথে করেছেন। বিজেপি জানায়, এরকম কথা বলে রাউত গুজরাটের অপমান করছে। বিজেপি বলে, সঞ্জয় রাউতকে গুজরাটের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

জানিয়ে দিই, বিগত কয়েকদিন ধরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আর সঞ্জয় রাউতের মধ্যে বাদানুবাদ চলছে। কঙ্গনা কিছুদিন আগে মুম্বাইয়ের তুলনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাথে করেছিলেন। এরপরই শিবসেনার নেতা সঞ্জয় কঙ্গনা রানাওয়াতের তীব্র সমালোচনা করেন। এরপর রাউত বলেন, যদি ওনার ক্ষমতা থাকে তাহলে উনি আহমেদাবাদের তুলনা মিনি পাকিস্তানের সাথে করে দেখাক। এছাড়াও সঞ্জয় রাউত কঙ্গনাকে মুম্বাই না আসার জন্য হুমকিও দিয়েছিলেন।

সম্পর্কিত খবর

X